Advertisement
০৩ মে ২০২৪

চা বাগানে অপহরণ

ফের অপহরণ-কাণ্ড ঘটল ডিমা হাসাওয়ে। গত রাতে শিল্পনগরী উমরাংশুর কপিলি চা বাগানের ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:০০
Share: Save:

ফের অপহরণ-কাণ্ড ঘটল ডিমা হাসাওয়ে। গত রাতে শিল্পনগরী উমরাংশুর কপিলি চা বাগানের ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
উমরাংশু পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ ৭-৮ জন দুষ্কৃতী কপিলি চা বাগানে হানা দেয়। প্রথমে বাদানের চৌকিদারকে বন্দুক দেখায়। তার পর গেট খুলে বাগানে ঢুকে দেবেন্দ্রবাবুর বাড়িতে যায়। চৌকিদারকে দিয়েই দেবেন্দ্রবাবুকে ডাকানো হয়। তাঁর স্ত্রী দরজা খুলতেই দুষ্কৃতী বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে দেবেন্দ্রবাবুকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতের স্ত্রী মোবাইল ফোনও তারা ছিনিয়ে নিয়েছিল।
পুলিশ জানায়, দেবেন্দ্রবাবুর পৈতৃক বাড়ি বিহারে। ২০ বছর ধরে তিনি কপিলি চা বাগানে কাজ করছেন। পুলিশ ও আসাম রাইফেলস উদ্ধার অভিযানে নেমেছে। এখনও পর্যন্ত অপহরণের দায় কেউ স্বীকার করেনি। আজ সকালে ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ধনঞ্জয় পি ঘানাওয়াত উমরাংশুতে যান। স্থানীয় সূত্রে খবর, মুক্তিপণ চেয়ে দেবেন্দ্রবাবুর বাড়িতে এখনও কোনও ফোন আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abduction Tea garden Haflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE