Advertisement
০৫ মে ২০২৪
National news

জয়ললিতার মৃত্যুতে এত রাখঢাক কেন? মোদীকে চিঠি অভিনেত্রী গৌতমীর

প্রয়াত জয়ললিতার মৃত্যুতে ‘রহস্যের’ সন্ধান পেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন তামিলনাড়ুর অভিনেত্রী গৌতমী তারিমাল্লা। বৃহস্পতিবার নিজের ব্লগ এবং টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়ললিতার ‘রহস্য মৃত্যু’ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১১:১৮
Share: Save:

প্রয়াত জয়ললিতার মৃত্যুতে ‘রহস্যের’ সন্ধান পেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন তামিলনাড়ুর অভিনেত্রী গৌতমী তারিমাল্লা। বৃহস্পতিবার নিজের ব্লগ এবং টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়ললিতার ‘রহস্য মৃত্যু’ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। তিনি চান, প্রধানমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছলে যেন সেই সব প্রশ্নের সঠিক উত্তর মেলে।

গৌতমী লিখেছেন, ‘‘জয়ললিতার মৃত্যু নিয়ে অনেক রহস্য রয়েছে। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জনগণের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জননেত্রীর। ঘনিষ্ঠ কয়েক জনেরই শুধুমাত্র হাসপাতালে তাঁকে দেখতে যাওয়ার অনুমতি ছিল। জননেত্রী হওয়া সত্ত্বেও কেন আর কাউকে হাসপাতালে তাঁর কেবিনে প্রবেশ করতে দেওয়া হত না। এত রাখঢাক কেন ছিল? এই সময়ে কে তাঁর দেখাশোনা করতেন? কে তাঁর চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় আলোচনা করতেন চিকিৎসকদের সঙ্গে? আর সবচেয়ে বড় কথা জনগণের মনে জমে থাকা এত প্রশ্নের উত্তরই বা কে দেবে?’’ এর পরে তিনি লেখেন, ‘‘এই সমস্ত প্রশ্ন একা শুধু আমার নয়, তামিলনাড়ুর জনগণের। আমি তাঁদের প্রতিনিধিত্ব করলাম মাত্র।’’

সরাসরি না হলেও গৌতমীর এই চিঠিতে পরিষ্কার, তিনি জয়ললিতার মৃত্যুতে ‘রহস্যে’র সন্ধান পেয়েছেন। এবং তাঁর ‘আকস্মিক’ মৃত্যুর জন্য আঙুল তুলেছেন তাঁরই দল এআইএডিএমকে-র দিকে। দলের কয়েক জনের কূটনৈতিক উদ্দেশ্যের জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর এই চিঠিতে নড়ে বসে এআইএডিএমকে-ও। গৌতমীর এই অদ্ভুত আচরণের পিছনে অন্য কোনও রাজনৈতিক মদত রয়েছে বলে মনে করছে এআইএডিএমকে। দলে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে বলেও এআইডিএনকে-র অনেক নেতা মনে করছেন।

গৌতমীর চিঠির জবাবে এআইএডিএমকের মুখপাত্র সিআর সরস্বতী বলেন, ‘‘রাজ্যপাল বিদ্যাসাগর রাও থেকে রাহুল গাঁধী সকলেই তাঁর সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তবে কি গৌতমী এইমসের চিকিৎসকদের সন্দেহ করছেন?’’ তিনি আরও বলেন, ‘‘আইসিইউ-এ চিকিৎসাধীন কোনও রোগীর কাছে সাধারণত কাউকে যেতে দেওয়া হয় না। তাছাড়া গৌতমী তো কোনও দিন তাঁকে দেখতে হাসপাতালে আসেননি। তা হলে জননেত্রীর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন তুললেন কী ভাবে?’’ তবে সমস্ত অভিযোগ নস্যাৎ করে গৌতমীর বক্তব্য, ‘‘কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, নেহাতই জনগণের প্রতিনিধি হয়ে এই প্রশ্ন রেখেছিলাম।’’

আরও পড়ুন: অগুস্তা দুর্নীতিতে ধৃত প্রাক্তন বায়ুসেনা প্রধান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jayalalithaa Gautami Tadimalla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE