ছোটবেলায় তাঁর বাবা তাঁকে বলতেন, ‘দশে দশ পাওয়া যথেষ্ট নয়। সবসময় দশে এগারো পাওয়ার চেষ্টা করবে।’ এ কথার মানে ছোটবেলায় না বুঝলেও কথাটা মনে রেখেছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার অঙ্কুর গর্গ। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাক্রো ইকনমিক্সের পাঠক্রমে ১৭০ এর মধ্যে ১৭১ পেয়েছেন তিনি। তাঁর এই সাফল্যের খবর নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন অঙ্কুর।
আইআইটির প্রাক্তনী, ২০০২ ব্যাচের এই আইএএস অফিসার ম্যাক্রো ইকনমিক্সের উপর কোর্স করার জন্য গিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেই পাঠ্যক্রমের ফাইনাল পরীক্ষায় তিনি পেয়েছেন ১৭১। ফাইনাল পরীক্ষার মোট নম্বর ছিল ১৭০। অর্থাত্ মোট নম্বরের থেকে ১ নম্বর বেশি পেয়েছেন তিনি।
ফাইনাল পরীক্ষার সেই রেজাল্ট নিজেই ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই রেজাল্টে সই আছে বিশ্ব বিখ্যাত মাক্রো ইকনমিস্ট জেফ্রি ফ্রানকেলের।