Advertisement
E-Paper

‘নিষেধাজ্ঞা নেই, তবে মানুষের আবেগকে সম্মান করা উচিত’

দু’পা এগোলেন, আবার এক পা পিছিয়েও গেলেন। গত কালই বেঙ্কাইয়া নায়ডু বলেছিলেন, বলিউডের ছবিতে পাক অভিনেতা নেওয়ার ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে সেনা তহবিলে টাকা দেওয়ার প্রস্তাব তিনি সমর্থন করেন না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০২:৫৫

দু’পা এগোলেন, আবার এক পা পিছিয়েও গেলেন।

গত কালই বেঙ্কাইয়া নায়ডু বলেছিলেন, বলিউডের ছবিতে পাক অভিনেতা নেওয়ার ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে সেনা তহবিলে টাকা দেওয়ার প্রস্তাব তিনি সমর্থন করেন না। এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী আজ জানালেন, পাক শিল্পীদের উপরে কোনও নিষেধাজ্ঞা চাপায়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু একই সঙ্গে চিত্র পরিচালকদের নিজেদের ‘দায়িত্ব’ সম্পর্কে সচেতন করে দিলেন তিনি। বললেন, প্রতিবেশী দেশের সঙ্গে যখন ছায়াযুদ্ধ চলছে, তখন পরিচালকদেরও মানুষের আবেগের দিকটি মাথায় রাখতে হবে।

‘আবেগ’। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’ পাকিস্তানের ফাওয়াদ খানের অভিনয় ঘিরে বিতর্ক শুরু ইস্তক বারবার উঠে এসেছে শব্দটা। যেখানে প্রেক্ষাপট উরি হামলা। তার পর কখনও সিঙ্গল স্ক্রিন হলমালিকদের সংগঠন চার রাজ্যে ‘অ্যায় দিল...’ নিষিদ্ধ করার সময় বলেছে আবেগের কথা। ভিডিও বার্তায় কার্যত মুচলেকার সুরে কর্ণ নিজেও বলেছেন, তিনি বর্তমান আবেগ সম্পর্কে সচেতন।

গত শনিবার প্রোডিউসার্স গিল্ডের কর্তা মুকেশ ভট্ট পর্যন্ত রাজ ঠাকরের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, ‘সবার আগে দেশের আবেগ।’ পাক শিল্পীদের সঙ্গে কাজ না করার কথা ঘোষণার সময়ে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-ও বলেছিল, তারা উরির শহিদদের শ্রদ্ধা জানাতে চায়। আর এই বয়কটের বিরোধিতা করতে গিয়ে অনেকেই বলেছিলেন, বিদেশি শিল্পীদের নিষিদ্ধ করার অধিকার রয়েছে শুধু মাত্র কেন্দ্রীয় সরকারের।

আজ সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গেই বেঙ্কাইয়া বলেন, ‘‘পাকিস্তানি শিল্পীদের উপরে ভারত সরকার কোনও রকম নিষেধাজ্ঞা চাপায়নি। তবে যে সব পরিচালক তাঁদের ছবিতে পাক শিল্পীদের নিয়েছেন, তাঁদেরও মানুষের আবেগকে সম্মান জানানো উচিত।’’ নীতিগত ভাবে তিনি প্রতিবেশী দেশের কোনও শিল্পীর উপর নিষেধাজ্ঞা জারির বিরোধী বলে জানিয়েও বেঙ্কাইয়া বলেন, ‘‘লোকে বলে, শিল্পের কোনও সীমান্ত হয় না। সত্যিই হয় না। তবে দেশের আছে। আর এই কথা মাথায় রাখতে হবে। পরিস্থিতির সাপেক্ষে শিল্পীদেরও একটা দায়িত্ব আছে। এই অস্থির সময়ে যখন প্রতিবেশী দেশ ক্রমাগত জঙ্গি হানায় মদত দিয়ে হাজার হাজার মানুষ খুন করছে, আমাদের জওয়ানদের মারছে, তখন ‘শিল্প আমাদের অধিকার’ বলে তর্ক-বিতর্ক করলে মানুষের খারাপ লাগবে।’’

কেন এমন বললেন বেঙ্কাইয়া? বিশেষত গত কালই যখন তিনি এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর একযোগে বলেছেন, পাক অভিনেতা নিয়ে কাজ করানো প্রযোজকদের জোর করে সেনা তহবিলে টাকা দেওয়ানোয় তাঁদের মত নেই। বিজেপি সূত্রের মতে, গোটা বিষয়টিরই নেপথ্যে রয়েছে জাতীয়তাবাদী আবেগের অঙ্ক। যে কারণে গত কাল দুই মন্ত্রী বার্তা দিয়েছেন, দেশের সেনাবাহিনীর এই ‘জবরদস্তি’র অনুদানের কোনও প্রয়োজন নেই। পাশাপাশি, রাজ ঠাকরের সঙ্গে কর্ণদের বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস মধ্যস্থতা করায় অনুদান-বিতর্কে বিজেপির নাম যে ভাবে
জড়িয়ে যাচ্ছিল, তা-ও সামাল দিতে চেয়েছিলেন তাঁরা।

আজ একই ভাবে বিতর্ক থেকে নরেন্দ্র মোদীর সরকারকে দূরে সরানোর কাজটি করেছেন বেঙ্কাইয়া। তাই বলেছেন, কেন্দ্র কোনও পাক শিল্পীকে নিষিদ্ধ করেনি। কিন্তু উরির পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর মোদী যে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়েছিলেন, আজ পরিচালকদের ‘দায়িত্ব’ মনে করাতে গিয়ে সেই তাসটিই ফের খেলে দিয়েছেন তথ্য-সম্প্রচার মন্ত্রী। মনে রাখতে হবে, বিভিন্ন মহলের পাক শিল্পী বয়কটের ডাকের কোনও বিরোধিতা তিনি করেননি। এ দিকে, সঙ্ঘের ইংরেজি মুখপত্রের সাম্প্রতিক সংস্করণের একটি প্রবন্ধে কর্ণের ভিডিও-বার্তা নিয়ে কটাক্ষ
করে লেখা হয়েছে, ‘‘এত দিনে উনি নিজের দেশপ্রেম খুঁজে পেয়েছেন!’’ ‘শাহরুখ খান, আমির খান, ওম পুরীরা সীমান্ত থেকে দূরে গজদন্ত মিনারে বসে থাকেন’ বলে তাঁদেরও বিঁধেছে প্রবন্ধটি।

অবশ্য পাকিস্তানে দুই ভারতীয় ছবি ‘অ্যায় দিল...’ এবং ‘শিবায়’-এর মুক্তি ঘিরে অনিশ্চয়তা এখনও বহাল। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ আজ টুইটারে দাবি করেছেন, ‘‘অ্যায় দিল ও শিবায় পাকিস্তানে মুক্তি পাবে না। ফক্স স্টার স্টুডিওস ও রিলায়্যান্স এন্টারটেনমেন্ট আমাকে এই বিষয়ে নিশ্চিত ভাবে জানিয়েছেন। এতে সব জল্পনার অবসান হওয়া উচিত।’’ গত কালই সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল যে, পাকিস্তানে ফিল্ম ডিস্ট্রিবিউটরদের সংগঠন ভারতীয় ছবি না-দেখানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আজ ওই সংগঠনের চেয়ারম্যান জোরাইজ লাসারি জানিয়েছেন, নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু পরিকল্পনা ছিল। সোমবার রাতে কোয়েটায় জঙ্গি হানার পরে তা এখনই কার্যকর করা হচ্ছে না।

Ae Dil Hai Mushkil Venkaiah Naidu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy