মাওবাদী হিংসার আবহে ভোট শুরু হল ছত্তীসগঢ়ে। দক্ষিণ ছত্তীসগঢ়ের ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মাওবাদী উপদ্রুত এলাকার এই ৮ জেলায় অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করানো নির্বাচন কমিশন তথা প্রশাসনের সামনে খুব বড় চ্যালেঞ্জ।
যদিও এ দিন দন্তেওয়াড়ায় ভোটগ্রহণের শুরুতেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ভোটগ্রহণ কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে এই বিস্ফোরণে অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সুকমায় ভোটকেন্দ্রের কাছে ৩টি আইইডি উদ্ধার হয়। এ দিন একটু বেলা গড়াতেই বিজাপুরে মাওবাদীরা হামলা চালায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। এই হামলায় আহত হয়েছেন দুই কোবরা জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশাল বাহিনী। এ দিন দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে ২৫ শতাংশ।
রবিবার ভোটের আগের দিনই বস্তার ডিভিশনের পর পর ৬টি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে মাওবাদীরা জানান দিয়েছে, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হতে না দিতে তারা বদ্ধপরিকর। তবে কঠোর নিরাপত্তা বলয়ে গোটা এলাকাকে মুড়ে ফেলে নির্বিঘ্নে ভোট সারতে তৎপর প্রশাসনও।মাওবাদীদের ঠেকাতে ৬৫০ কোম্পানি আধাসেনা নেমেছে। সঙ্গে অন্যান্য রাজ্য থেকে আসা ৬৫ হাজার পুলিশ। ১৮টি বিধানসভা কেন্দ্রের ভোটের পাহারায় ১ লক্ষাধিক জওয়ান! ৫০টি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এ ছাড়াও টহলদারির জন্য রয়েছে সাড়ে পাঁচ হাজার গাড়ি।