Advertisement
০৮ মে ২০২৪

নিক্সের পিছনে ‘হাত’, জালে কংগ্রেস

গত বছর জেমি বার্টলেট নামে এক ব্রিটিশ সাংবাদিকের বানানো একটি তথ্যচিত্র প্রকাশ্যে আসার পরে নতুন করে বিপাকে পড়ল তারা। অ্যানালিটিকার সাসপেন্ড হওয়া সিইও অ্যালেকজান্ডর নিক্সের অফিসে বানানো ওই তথ্যচিত্রে ধরা পড়েছে কংগ্রেসের ‘হাত’।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৪:২৫
Share: Save:

জাল কেটে বেরনোর বদলে ফের তথ্য-জালে জড়াল কংগ্রেস।

প্রথম থেকেই কেমব্রিজ অ্যানালিটিকা-র সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করে আসছে কংগ্রেস। কিন্তু গত বছর জেমি বার্টলেট নামে এক ব্রিটিশ সাংবাদিকের বানানো একটি তথ্যচিত্র প্রকাশ্যে আসার পরে নতুন করে বিপাকে পড়ল তারা। অ্যানালিটিকার সাসপেন্ড হওয়া সিইও অ্যালেকজান্ডর নিক্সের অফিসে বানানো ওই তথ্যচিত্রে ধরা পড়েছে কংগ্রেসের ‘হাত’।

গত কাল রাতেই তথ্যচিত্রটির লিঙ্ক টুইটারে পোস্ট করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। লিখেছেন, ‘‘দারুণ ব্যাপার। কংগ্রেসের হাত, কেমব্রিজ অ্যানালিটিকার সাথে।’’ যদিও এর পরেও কংগ্রেস দাবি করেছে, নীরব মোদী-কাণ্ড থেকে নজর ঘোরাতে সবটাই বিজেপির রাজনৈতিক চাল। ‘সিক্রেটস অব দ্য সিলিকন ভ্যালি’ নামে দুই পর্বের ওই তথ্যচিত্রের শেষটিতে অর্থাৎ ‘দ্য পার্সুয়েসন মেশিন’-এ দেখা যাচ্ছে, নিক্সের লন্ডনের অফিসে গিয়েছেন সাংবাদিক বার্টলেট। একটি দৃশ্যে— বার্টলেট নিক্সের ঘরে ঢুকছেন। উঠে দাঁড়িয়ে সাংবাদিকের উদ্দেশে হাত বাড়িয়ে দিলেন নিক্স। আর ঠিক তাঁর পিছনে দেওয়ালে ঝোলানো এক ক্লায়েন্টের পোস্টার— কংগ্রেসের প্রতীক ‘হাত’ চিহ্ন। নীচে লেখা, ‘‘কংগ্রেস, সবার উন্নয়নের জন্য।’’

বার্টলেট গত বছর তথ্যচিত্রটি বানিয়েই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট-পূর্ববর্তী প্রচারে প্রযুক্তির ভূমিকা তুলে ধরতে। তথ্যচিত্রটিতে তাই শুধু ট্রাম্পকে নিয়েই কথা হয়েছিল। তথ্যচিত্রে নিক্স স্পষ্টই বলেছেন, ‘‘প্রথমে আমরা টেলিফোনে সমীক্ষা চালাই। তার পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে লোকজন সম্পর্কে নানা ধরনের তথ্য জোগাড় করি। যেমন, ফেসবুক।’’ কিন্তু এ সবের মাঝে ভারতে কেমব্রিজ অ্যানালিটিকা-র অভিযান নিয়ে কোনও কথাই ওঠেনি। কিন্তু নিক্সের অফিসের দেওয়ালে টাঙানো প্রভাবশালী ক্লায়েন্টদের ছবির মধ্যে কংগ্রেসের হাতচিহ্নটি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

কংগ্রেস অ্যানালিটিকা যোগের অভিযোগ এ দিনও উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ‘ফটোশপ’-এর মাধ্যমে এমন অনেক ছবি তৈরি করা যায়। তেমন একটি ছবি প্রকাশও করেছে কংগ্রেস। তাতে নিক্সের অফিসে ‘হাত’-এর বদলে বিজেপির ‘পদ্মফুল’-এর ছবি বসিয়ে দেওয়া হয়েছে। জ্যামির পাল্টা দাবি, ওই ছবিতে আদৌ ‘ফটোশপ’ করা হয়নি। তিনি নিজে ওই সংস্থার অফিসে গিয়েছিলেন। সেখানেই ওই ছবিটি তোলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE