Advertisement
১৮ মে ২০২৪
National News

বিশ্বের ‘ডায়নামিক’ শহরের শীর্ষে বেঙ্গালুরু

এ যেন রোলার কোস্টার। একবার উপরে তো পর-মুহূর্তেই নীচে। আবার এই নীচে তো মুহূর্তে আবার উপরে। নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুর মতো দেশের উন্নত শহরে প্রকাশ্য রাস্তায় মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনায় চমকে উঠেছিল তামাম দেশবাসী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১৮:২০
Share: Save:
০১ ১২
বেশ শক্ত প্রতিযোগীদেরও হেলায় হারিয়েছে বেঙ্গালুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি’, ‘লন্ডন’, ‘সাংহাই’, <br> ‘বস্টন’-এর মতো শহরকে পিছনে ফেলে শীর্ষস্থানটি পকেটে পুরেছে এই শহর।

বেশ শক্ত প্রতিযোগীদেরও হেলায় হারিয়েছে বেঙ্গালুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি’, ‘লন্ডন’, ‘সাংহাই’, <br> ‘বস্টন’-এর মতো শহরকে পিছনে ফেলে শীর্ষস্থানটি পকেটে পুরেছে এই শহর।

০২ ১২
তবে তথ্যপ্রযুক্তির শহরই একা নয়। সঙ্গে রয়েছে বিরিয়ানি-চার মিনারের দোসরও। কারণ পাঁচ নম্বর স্থানটিতে রয়েছে হায়দরাবাদ।

তবে তথ্যপ্রযুক্তির শহরই একা নয়। সঙ্গে রয়েছে বিরিয়ানি-চার মিনারের দোসরও। কারণ পাঁচ নম্বর স্থানটিতে রয়েছে হায়দরাবাদ।

০৩ ১২
দশ নম্বরে রয়েছে কেনিয়ার নাইরোবি।

দশ নম্বরে রয়েছে কেনিয়ার নাইরোবি।

০৪ ১২
মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন রয়েছে নয় নম্বরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন রয়েছে নয় নম্বরে।

০৭ ১২
ষষ্ঠ স্থানে লন্ডন।

ষষ্ঠ স্থানে লন্ডন।

০৮ ১২
পাঁচে রয়েছে হায়দরাবাদ এবং চতুর্থ স্থানে চিনের সাংহাই।

পাঁচে রয়েছে হায়দরাবাদ এবং চতুর্থ স্থানে চিনের সাংহাই।

০৯ ১২
তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি।

তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি।

১০ ১২
ভিয়েতনামের হো চি মিন সিটি রয়েছে দ্বিতীয় স্থানে।

ভিয়েতনামের হো চি মিন সিটি রয়েছে দ্বিতীয় স্থানে।

১১ ১২
কিন্তু কী ভাবে প্রথম স্থানটি দখল করল বেঙ্গালুরু? স্থির করা হয়েছিল বেশ কয়েকটি মাপকাঠি। তার মধ্যে <br> ছিল জনসংখ্যা, শিক্ষা, রিয়াল এস্টেট-এ বিনিয়োগের পরিমাণ, পরিবহণ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি।

কিন্তু কী ভাবে প্রথম স্থানটি দখল করল বেঙ্গালুরু? স্থির করা হয়েছিল বেশ কয়েকটি মাপকাঠি। তার মধ্যে <br> ছিল জনসংখ্যা, শিক্ষা, রিয়াল এস্টেট-এ বিনিয়োগের পরিমাণ, পরিবহণ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি।

১২ ১২
কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খড়গে জানিয়েছেন, ‘‘এই সাফল্য বিশ্বের দরবারে বেঙ্গালুরুকে অন্য মাত্রা এনে দিল।’’

কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খড়গে জানিয়েছেন, ‘‘এই সাফল্য বিশ্বের দরবারে বেঙ্গালুরুকে অন্য মাত্রা এনে দিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE