Advertisement
০৯ মে ২০২৪

ডাকাতের গুলিতে মৃত্যু

ডাকাতদের গুলিতে মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। জনাদশেক মাছ বিক্রেতার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার ফাকুয়াতে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে করিমগঞ্জের পুলিশসুপার প্রদীপরঞ্জন কর সেখানে পৌঁছন। বিজেপির কেন্দ্রীয় মহিলা মোর্চার সদস্য শিপ্রা গুণ তিন দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:২৪
Share: Save:

ডাকাতদের গুলিতে মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। জনাদশেক মাছ বিক্রেতার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার ফাকুয়াতে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে করিমগঞ্জের পুলিশসুপার প্রদীপরঞ্জন কর সেখানে পৌঁছন। বিজেপির কেন্দ্রীয় মহিলা মোর্চার সদস্য শিপ্রা গুণ তিন দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

পুলিশ জানায়, কোকিল দাসের সঙ্গে ১০ জন মাছ বিক্রেতা গাড়ি নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন। গত রাতে আড়াইটা নাগাদ ফেরার পথে ১০-১২ জন সশস্ত্র ডাকাত গাড়ি আটকায়। পূর্ত সড়কের বেহাল দশার জন্য চালক গাড়িটি জোরে চালাতে পারেননি। ডাকাতরা প্রথমেই সেটির সামনের কাচ ভেঙে দেয়। সবাইকে গাড়ি থেকে নেমে আসতে বলে। মাছ ব্যবসায়ীদের কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এর পরও গুলি ছোড়ে ডাকাতরা। তাতে কোকিল দাসের মৃত্যু হয়। বিজেপি নেত্রী শিপ্রা গুণ করিমগঞ্জের পুলিশ সুপারকে জানান, বিনোদিনী এলাকায় ডাকাতদের একটি আস্তানা রয়েছে। তা পুলিশেরও অজানা নয়। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Businessman robbers police super karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE