Advertisement
১৬ অক্টোবর ২০২৪
PM Narendra Modi's New Cabinet Meeting

শাহই স্বরাষ্ট্রে, পুরনো মন্ত্রকেই রইলেন রাজনাথ, জয়শঙ্কর, নির্মলা, নিতিন! নড্ডার হাতে স্বাস্থ্য

মন্ত্রিসভার বৈঠক।

মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ১৬:৪৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২১:০২ key status

মোদীর দায়িত্বে আর কোন কোন মন্ত্রক

প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রক। পাশাপাশি, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে মোদীর হাতে।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২১:০২ key status

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা কে কোন মন্ত্রকের দায়িত্বে

 স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। রাও ইন্দরজিৎ সিংহ পেয়েছেন পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক, পরিকল্পনা মন্ত্রক। পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি। জিতেন্দ্র সিংহ পেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক, ভূবিজ্ঞান মন্ত্রক পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের দায়িত্বে আইন এবং ন্যায় মন্ত্রক, সংসদীয় বিষয়ক মন্ত্রক। যাদবপ্রতাপ রাও গণপৎ রাও পেয়েছেন আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। তিনি শিবসেনার সাংসদ। জয়ন্ত চৌধুরী পেয়েছেন কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রক(স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।

Advertisement
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:১৮ key status

দুই মন্ত্রকে বাংলার সুকান্ত

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পেলেন শিক্ষা মন্ত্রক এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:১২ key status

সিআর পাটিলের দায়িত্বে জলশক্তি মন্ত্রক

মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সিআর পাটিলের দায়িত্বে জলশক্তি মন্ত্রক।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:১১ key status

সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্বে গজেন্দ্র সিংহ শেখাওয়াত

গজেন্দ্র সিংহ শেখাওয়াত পেলেন সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:১০ key status

সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের দায়িত্বে বীরেন্দ্র কুমার

বীরেন্দ্র কুমারকে দেওয়া হল সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের দায়িত্ব।

Advertisement
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০৯ key status

বস্ত্র মন্ত্রকের দায়িত্বে গিরিরাজ সিংহ

বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহকে দেওয়া হল বস্ত্র মন্ত্রকের দায়িত্ব।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০৭ key status

আদিবাসী মন্ত্রকের দায়িত্বে জুয়েল ওরাওঁ

আদিবাসী মন্ত্রকের দায়িত্বে বসানো হল জুয়েল ওরাওঁকে।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০৬ key status

দু’টি মন্ত্রকের দায়িত্ব জি কিসান রেড্ডী

জি কিসান রেড্ডীকে দেওয়া হল দু’টি মন্ত্রকের দায়িত্ব। এখন থেকে কয়লা এবং খনি মন্ত্রকের দায়ভার সামলাবেন তিনি।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০৫ key status

ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে মনসুখ মান্ডবীয়

ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে মনসুখ মান্ডবীয়। একই সঙ্গে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০৩ key status

প্রহ্লাদ জোশীর দায়িত্বে তিন মন্ত্রক

বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকও পেয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২০:০১ key status

চিরাগের দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল এলজেপিআর নেতা তথা বিহারের দলিত নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগকে। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন চিরাগ।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৫৯ key status

পঞ্চায়েতি রাজ, মৎস্য এবং পশুপালন মন্ত্রকের দায়িত্বে জেডিইউয়ের লালন সিংহ

জেডিইউ নেতা রাজীব রাজন সিংহ ওরফে লালন সিংহ পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস্য এবং  পশুপালন মন্ত্রকের দায়িত্ব।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৫৬ key status

স্মৃতির মন্ত্রক অন্নপূর্ণার কাছে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মন্ত্রক নারী এবং শিশুকল্যাণের দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবী।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৫৩ key status

সোনোয়ালের দায়িত্বে জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক

সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৫২ key status

পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্বে হরদীপ পুরী

হরদীপ পুরীর দায়িত্বে থেকে গেল পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৫০ key status

টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্বে জ্যোতিরাদিত্য শিণ্ডে

জ্যোতিরাদিত্য শিণ্ডের দায়িত্বে টেলি যোগাযোগ মন্ত্রক। এর আগে তিনি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৪৮ key status

ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে কুমারস্বামী

জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী পেলেন ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব। 

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৪৫ key status

বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের দায়িত্বে পীযূষ

 মুম্বই উত্তরের সাংসদ পীযূষ গয়ালের হাতে থেকে গেল বাণিজ্য এবং শিল্প মন্ত্রক।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৪৪ key status

পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব

ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE