Advertisement
০২ মে ২০২৪

শিনা-হত্যা মামলা থেকেই সূত্র

শিনা খুঁড়তে চিদম্বরম! শিনা বরা হত্যা মামলার তদন্তে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ব্যবসা ও তার সঙ্গে জড়িত লেনদেন খতিয়ে দেখতে গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তির দিকে নজর যায় সিবিআইয়ের।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৩:১৪
Share: Save:

শিনা খুঁড়তে চিদম্বরম! শিনা বরা হত্যা মামলার তদন্তে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ব্যবসা ও তার সঙ্গে জড়িত লেনদেন খতিয়ে দেখতে গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তির দিকে নজর যায় সিবিআইয়ের।

সিবিআই সূত্রে দাবি, ২০০৮ সালে পিটার-ইন্দ্রাণীর মালিকানাধীন আইএনএক্স মিডিয়া সংস্থা চারশো কোটি টাকা প্রত্যক্ষ বিদেশি লগ্নির ব্যাপারে বোর্ডের (ফরেন এক্সচেঞ্জ প্রোমোশন বোর্ড) ছাড়পত্র পায়। সিবিআইয়ের দাবি, ওই ছাড়পত্রের বিনিময়ে কার্তির অ্যাকাউন্টে আইএনএক্স-এর তরফে দশ লাখ টাকা ঢুকেছিল।

কার্তির সঙ্গে লেনদেনে জড়িত আরও কিছু সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে আরও সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এফআইআরে চিদম্বরমের নাম অভিযুক্তের তালিকায় না থাকলেও ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে তাঁর ‘ভূমিকা’র উল্লেখ রয়েছে।

চিদম্বরম অবশ্য দাবি করছেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে। ওই ছাড়পত্র বোর্ডের নিয়ম মেনে বোর্ডের অফিসারদের মাধ্যমে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. Chidambaram Peter Mukerjea INX Media case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE