গত লোকসভা ভোটে সরকারের কেজো আর গরিব-দরদি মুখ তুলে ধরতে ভরসা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, স্বচ্ছ ভারত প্রকল্পের শৌচাগার আর উজ্জ্বলা প্রকল্পে নিখরচার গ্যাস সিলিন্ডার। সূত্রের খবর, তেমনই ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ‘দেশের সমস্ত গ্রামে প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়াকে’ পাখির চোখ করছে কেন্দ্র। ওই বছরের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গেও।
২৩ জুলাই দিল্লি থেকেই ভিডিয়ো-কনফারেন্সিংয়ের মাধ্যমে মণিপুরের পানীয় জল প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা, ২০২৩ সালের মধ্যে পানীয় জলের কল সেখানকার সমস্ত গ্রামের প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া। এই একই লক্ষ্যে প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কথা বলছে জলশক্তি মন্ত্রক। দ্রুত কাজ এগোলে যেমন প্রশংসা করা হচ্ছে, তেমনই উল্টোটা হলে সটান চিঠি যাচ্ছে সেই রাজ্যের কাছে।
পশ্চিমবঙ্গকেও কিছু দিন আগে এমন চিঠি পাঠিয়েছিল মন্ত্রক। অভিযোগ, লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম সংখ্যক কল বসানো হয়েছে। প্রকল্পে বরাদ্দ টাকার মোটা অংশ কেন খরচ করা সম্ভব হয়নি, প্রশ্ন তোলা হয়েছিল তা নিয়েও। রাজ্যের যদিও দাবি, প্রকল্পের কাজ পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টায় কোনও খামতি রাখেনি তারা।