সাত রাজ্যকে নির্দেশিকা দিল কেন্দ্র। — ফাইল ছবি।
দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে দিল্লি এবং ছয় রাজ্যকে নির্দেশিকা পাঠাল কেন্দ্র। সেখানে কোভিড পরীক্ষা, টিকাকরণ এবং এই সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়াতে বলা হয়েছে। দিল্লি, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানাকে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ৫ অগস্ট, শুক্রবার লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘আগামী কয়েক দিনে সারা দেশের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে উৎসবের মরসুম। জমায়েতের কারণে আবারও বাড়তে পারে কোভিড-সহ ছোঁয়াচে রোগের সংক্রমণ। এই অবস্থায় আগেভাগেই সাবধান হওয়া উচিত রাজ্যগুলির।’ কোভিড পরীক্ষার বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে।
রাজেশ আরও লিখেছেন, ‘যে সব জেলায় কোভিড সংক্রমণের হার বেশি, সেগুলির উপর বিশেষ ভাবে নজর রাখতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।’ বিশেষ ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দিল্লিকে। রাজেশ জানিয়েছেন, গত এক মাস ধরে রাজধানীতে দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে ৮১১। ২৯ জুলাই থেকে ৫ অগস্ট— এই এক সপ্তাহে দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৯২ জন। ওই সময়ে সংক্রমণের হার ছিল ৯ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব নির্দেশিকায় মনে করিয়ে দিয়েছেন, কোভিডের উপসর্গ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। তাই একসঙ্গে অনেকের ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিলে তড়িঘড়ি পরীক্ষা করাতে হবে। বিদেশ-ফেরত যাত্রীদের উপসর্গ ধরা পড়লে ‘জিনোম টেস্ট’ করাতে হবে। বাস স্ট্যান্ড, স্কুল, কলেজের মতো ভিড় জায়গায় কোভিড বিধি মানার উপর জোর দিতেও বলেছেন রাজেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy