Advertisement
১৯ মে ২০২৪

ভাষা বাঁচানোর অঙ্গীকার

মৃত্যুবার্ষিকীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাশহিদ সুদেষ্ণা সিংহকে স্মরণ করল বরাক উপত্যকা। আজ সকালে শিলচর ও পাথারকান্দির কলকলিঘাটে তাঁর প্রতিমূর্তিতে মাল্যদান করা হয়। শিলচর শহরে দু’টি স্মরণসভাও আয়োজিত হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৫৫
Share: Save:

মৃত্যুবার্ষিকীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাশহিদ সুদেষ্ণা সিংহকে স্মরণ করল বরাক উপত্যকা। আজ সকালে শিলচর ও পাথারকান্দির কলকলিঘাটে তাঁর প্রতিমূর্তিতে মাল্যদান করা হয়। শিলচর শহরে দু’টি স্মরণসভাও আয়োজিত হয়।

বিবেকানন্দ রোডে সুদেষ্ণা মূর্তি সংলগ্ন স্থানে সভার আয়োজন করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা উদ্বেগ ব্যক্ত করে বলেন, অসমে প্রাণের বিনিময়ে ভাষার অধিকার আদায় করতে হয়। তা সুষ্ঠু সমাজব্যবস্থায় মোটেও কাম্য নয়। মহাসভার কর্মকর্তারা জানিয়ে দেন, তাঁদের ভাষার উপর আঘাত এলে আরও প্রাণদানের জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। লোকগবেষক অমলেন্দু ভট্টাচার্য বলেন, সাহিত্যচর্চার মধ্যে দিয়েই কোনও ভাষাকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়া যেতে পারে।

অসমের বহুভাষিক চরিত্রকে বিনষ্ট করার জন্য চক্রান্ত চলছে বলে সতর্ক করেন বরাক বঙ্গের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর। তিনি বলেন, একটি গোষ্ঠী চায়, এই রাজ্যে একটি ভাষাই টিঁকে থাকবে। সেই ভাষাতেই সমস্ত জনগোষ্ঠীর মানুষ কথা বলবেন, লেখাপড়া করবেন। মহাসভার কর্মকর্তা চন্দ্রকান্ত সিংহ, উদয় সিংহ, স্বপন সিংহ বলেন, বরাক উপত্যকায় বাংলাভাষা শিখতে-পড়তে তাদের কখনও কোনও আপত্তি ছিল না। কিন্তু কোনও ভাষা চাপিয়ে দেওয়া হলে তাঁরা তা মানবেন না। বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির অরুণ পালও সুদেষ্ণা স্মরণে বক্তৃতা করেন।

অন্যদিকে, শিলচরে সুদেষ্ণা সিংহের স্মৃতিতে সভার আয়োজন করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

language
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE