দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল দু’ লক্ষ ৬৪ হাজার। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল দু’ লক্ষ ৬৮ হাজার ৮৫৩ জন। দৈনিক আক্রান্তের হার ১৬.৬৬ শতাংশ।
শুক্রবারের তুলনায় শনিবার বেশ কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। অতিমারি আবহে দেশে এই নিয়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জনের।
চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ, যা জানুয়ারির প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।