মুম্বই, বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি জায়গা থেকে বিজয় মাল্যর ৬,৬৩০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে—মহারাষ্ট্রে ২০০ কোটি টাকার ফার্মহাউজ, বেঙ্গালুরুতে ৮০০ কোটির অ্যাপার্টমেন্ট ও একটি মল, ইউবিএল এবং ইউএসএল-এর ৩ হাজার কোটি টাকার শেয়ার।
৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারায় মাল্যর বিরুদ্ধে মামলা করে ঋণদাতা ব্যাঙ্কগুলি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে সিবিআই। তার মধ্যেই মার্চে লন্ডনে ‘গা ঢাকা’ দেন মাল্য।
পুরো সম্পত্তির খতিয়ান না দেওয়ায় এর আগে মাল্য বিরুদ্ধে নোটিস জারি করেছিল সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাল্য তাঁর সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন তা সঠিক ছিল না।
আরও খবর...