Advertisement
৩০ এপ্রিল ২০২৪

দাউদের ফোন অস্বীকার

মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী একনাথ খাড়সের মোবাইলে দাউদ ইব্রাহিমের করাচির নম্বর থেকে বেশ কয়েক বার ফোন এসেছে বলে আগেই দাবি করেছিল আপ। সেই দাবি নস্যাৎ করে রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, গত এক বছরে খাড়সের ওই নম্বরে বিদেশ থেকে কোনও ফোন আসেনি।

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২১
Share: Save:

মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী একনাথ খাড়সের মোবাইলে দাউদ ইব্রাহিমের করাচির নম্বর থেকে বেশ কয়েক বার ফোন এসেছে বলে আগেই দাবি করেছিল আপ। সেই দাবি নস্যাৎ করে রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, গত এক বছরে খাড়সের ওই নম্বরে বিদেশ থেকে কোনও ফোন আসেনি। শনিবার আপনেতা প্রীতি শর্মা মেনন সাংবাদিক বৈঠকে খাড়সের বিরুদ্ধে এই অভিযোগ এনে পুলিশি তদন্তের দাবি তুলেছিলেন। এ দিন পুলিশি ঘোষণার পর খাড়সে পাল্টা তোপ দেগেছেন আপের বিরুদ্ধে। তিনি বলেছেন, দাউদের নম্বর জানতে পেরেও আপ চুপ ছিল। ওদের উচিত ছিল পুলিশের কাছে যাওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dawood Ibrahim Eknath Kadse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE