Advertisement
০৩ মে ২০২৪

সাড়ে ৫ লক্ষের বেশি তথ্য চুরি হয়েছিল ভারতে

ভুল স্বীকার আগেও করেছেন জুকেরবার্গ। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন একাধিক বার। পরিস্থিতি বদলায়নি। মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন অনেকে। শেয়ার দর মুখ থুবড়ে পড়েছে। বুধবার নিজেই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন ও নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৩:৫৬
Share: Save:

৫ লক্ষ ৬২ হাজার ভারতীয়ের তথ্য চুরি হয়েছে, আজ একটি বিবৃতি প্রকাশ করে জানাল ফেসবুক।

তথ্য-ফাঁস কাণ্ডে সম্প্রতি ফেসবুকের কাছে জবাব তলব করেছিল নয়াদিল্লি। তারই প্রেক্ষিতে সংস্থাটি আজ জানিয়েছে— ‘‘অ্যালেজান্ডর কোগান ও তাঁর সংস্থা ‘গ্লোবাল সায়েন্স রিসার্চ লিমিটেড’-এর তৈরি অ্যাপের মাধ্যমে যে ভাবে ফেসবুক থেকে তথ্য-চুরি করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা, তা সম্পূর্ণ ভাবে আমাদের সংস্থার নীতিবিরুদ্ধ।’’ ফেসবুক জানিয়েছে, ভারতে মাত্র ৩৩৫ জন কোগানের তৈরি বিতর্কিত অ্যাপটি ইনস্টল করেছিলেন। সরাসরি তথ্য বেহাত হয়ে যায় ওই ক’জনেরই। কিন্তু তাঁদের ফেসবুক বন্ধু, বন্ধুর বন্ধু, ওই সূত্রে পরোক্ষ ভাবে তথ্য-চুরি হয়ে গিয়েছে আরও ৫ লক্ষ ৬২ হাজার ১২০ জনের। ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা অবশ্য ২০ কোটিরও বেশি।

ফেসবুকের এই দাবির পরে দিল্লি জানিয়েছে, তারা কেমব্রিজ অ্যানালিটিকার জবাবের অপেক্ষায় রয়েছে। সেইমতো সোশ্যাল মিডিয়াটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করা হবে। গত কালই সাংবাদিক বৈঠক ডেকে জুকেরবার্গ জানান, গোটা পৃথিবীতে অন্তত ৮ কোটি ৭০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের কাছ থেকে কেমব্রিজ অ্যানালিটিকার হাতে গিয়েছে। আগে জানা গিয়েছিল সংখ্যাটা ৫ কোটি। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই মার্কিন নাগরিক। এ কথা জানানোর পরেই প্রশ্ন করা হয় জুকেরবার্গকে— ‘‘সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য এখনও কি তিনি নিজেকে উপযুক্ত মনে করেন?’’ জবাবে খানিক থমকে যান ফেসবুক-প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তার পর ধীর গলায় বলেন সেই একই কথা, ‘‘বড় ভুল হয়ে গিয়েছে মানছি। কিন্তু আর একটা সুযোগ দিন।’’

আরও পড়ুন: ডেনমার্কে সাদা মূর্তির ভিড়ে একা কৃষ্ণাঙ্গিনী

ভুল স্বীকার আগেও করেছেন জুকেরবার্গ। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন একাধিক বার। পরিস্থিতি বদলায়নি। মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন অনেকে। শেয়ার দর মুখ থুবড়ে পড়েছে। বুধবার নিজেই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানে স্বীকার করেছেন, অন্তত ৮ কোটি ৭০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তারা কেমব্রিজ অ্যানালিটিকার হাতে গিয়েছিল। কিন্তু এ-ও দাবি করেছেন, এই ঘটনার আগে তাঁরা বুঝতে পারেননি এর পরিণতি এমন হতে পারে। বলেন, ‘‘যখন ফেসবুকের মতো নতুন কিছু দুনিয়ার কাছে আসে, তখন তার অপপ্রয়োগ অবধারিত।’’ তবে ভুল থেকেই শেখা যায়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। উড়ো খবর, জুকেরবার্গকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন ফেসবুক বোর্ডের সদস্যরা। সেই প্রশ্ন উঠতেই অবশ্য স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও খবর তাঁর কাছে নেই। উল্টে বলেন, এই ঘটনায় কারও চাকরি যায়নি। তেমন পরিকল্পনাও নেই সংস্থার। ‘‘একটা ভুলের জন্য কাউকে চলন্ত বাসের নীচে ফেলে দেওয়ার মানে হয় না,’’ বলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE