Advertisement
২১ মে ২০২৪
National News

বাস থেকে সানির কন্ডোমের বিজ্ঞাপন সরানোর নির্দেশ

সরকারি বাস থেকে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিল গোয়ার মহিলা কমিশন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে। ফলে কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশন লিমিটেডের বাসে আর এখন থেকে দেখা যাবে না সানির ওই নির্দিষ্ট বিজ্ঞাপন।

ওই নির্দিষ্ট বিজ্ঞাপনে সানি।

ওই নির্দিষ্ট বিজ্ঞাপনে সানি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৪:১০
Share: Save:

সরকারি বাস থেকে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিল গোয়ার মহিলা কমিশন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে। ফলে কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশন লিমিটেডের বাসে আর এখন থেকে দেখা যাবে না সানির ওই নির্দিষ্ট বিজ্ঞাপন।

কেটিসিএলের বাসে আগে গোয়া সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিজ্ঞাপনে দেখা যেত মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু গোয়া বিধানসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি জারি হওয়ায় সেই সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে। এর পরেই বেশ কয়েকটি বাসে দেওয়া হয়েছিল এই বিজ্ঞাপন। কেটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বইয়ের একটি এজেন্সির মাধ্যমে তারা বাসে ওই বিজ্ঞাপন লাগিয়েছিল। ওই এজেন্সি জানিয়েছিল, তামাকজাত দ্রব্য ও ড্রাগের বিজ্ঞাপন বাসে দেওয়া যাবে না। কিন্তু নিষিদ্ধ বিজ্ঞাপনী সামগ্রীর তালিকায় কন্ডোম নেই।

আরও পড়ুন, ফ্যাশান পুলিশদের বিশেষ পাত্তা না দেওয়ার পরামর্শ আলিয়ার

এ প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বিদ্যা তানভাড়ে জানিয়েছেন, রণরাগিনী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে কেটিসিএল-কে তাঁরা ওই নোটিশ দিয়েছেন। একই নোটিশ পাঠানো হয়েছে জেলাশাসকদের কাছেও। বিজ্ঞাপন সরনোর জন্য নির্দিষ্ট কোনও সময় বেঁধে না দিলেও যত তাড়াতাড়ি সম্ভব তা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জবাব দিলেন আয়েশা

রণরাগিনী স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রকাশ্যে কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধের বিজ্ঞাপন মহিলাদের অস্বস্তিতে ফেলে। এটা দেখতেও খুব খারাপ লাগে। মহিলাদের মর্যাদা রক্ষার জন্য কাদাম্বা বাস ও অন্যান্য সরকারি এলাকা থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE