Advertisement
৩০ এপ্রিল ২০২৪
National news

হাজি আলি দরগায় মেয়েদের প্রবেশাধিকার ফিরিয়ে দিল বম্বে হাইকোর্ট

ভূ-মাতা রণরঙ্গিনী ব্রিগেড পেরেছে। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যেরাও পারলেন। আইনি লড়াই করে তাঁরাও মুম্বইয়ের হাজি আলি দরগায় প্রবেশাধিকার ছিনিয়ে নিলেন। পাঁচ বছরের আন্দোলনের দাবিতে বম্বে হাইকোর্ট শীলমোহর দিল শুক্রবার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ১৫:২১
Share: Save:

ভূ-মাতা রণরঙ্গিনী ব্রিগেড পেরেছে। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যেরাও পারলেন। আইনি লড়াই করে তাঁরাও মুম্বইয়ের হাজি আলি দরগায় প্রবেশাধিকার ছিনিয়ে নিলেন। পাঁচ বছরের আন্দোলনের দাবিতে বম্বে হাইকোর্ট শীলমোহর দিল শুক্রবার। তবে হাইকোর্টের এই রায় সত্ত্বেও এখনই সেই দরগায় প্রবেশ করতে পারছেন না মহিলারা। এ দিনই এই রায়ের উপরে ৬ সপ্তাহের জন্য স্থগিতাদেশও দেওয়া হয়েছে। কারণ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে মুম্বইয়ের হাজি আলি দরগার দায়িত্বে থাকা ট্রাস্ট।

মুম্বইয়ের এই হাজি আলি দরগার মূল অংশে মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় বছর পাঁচেক আগে। এই দরগায় ভিতরে সুফি ধর্মগুরুর স্মৃতিসৌধ রয়েছে। ট্রাস্টের যুক্তি ছিল, মুসলিম ধর্মমতে এই স্মৃতিসৌধের কাছে গেলে নাকি মহিলাদের ‘পাপ’ হবে। এর পরই ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ)-র সদস্যেরা বম্বে হাইকোর্টে মামলা করেন। এই মামলায় তাঁদের পাশে ছিল মহারাষ্ট্র সরকারও। শুক্রবার মহিলাদের সমানাধিকারের রক্ষার সেই মামলার রায় দেয় বম্বে হাইকোর্ট। এ দিন মামলার শুনানিতে হাইকোর্টের বিচারক বলেন, “দরগায় এই বৈষম্য আদপে গণতন্ত্রে সমানাধিকারেরই বিরোধিতা করে।’’ মহিলাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় দরগা ট্রাস্টকে। কিন্তু ট্রাস্ট এত সহজে এই রায় মেনে নিচ্ছে না। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করতে চলেছে তারা। এটা মাথায় রেখেই ছ’সপ্তাহের জন্য নিজের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে রাখল হাইকোর্ট। ফলে এখনই দরগায় প্রবেশ করতে পারবেন না মহিলারা।

তবে শুধু এই ঘটনাই নয়, এর আগেও আরাধনার স্থানে মহিলাদের সমানাধিকার জন্য লড়াই চলেছে। গত এপ্রিলেই জোরদার আন্দোলন ৪০০ বছরের প্রথা ভেঙে মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে প্রবেশাধিকার ছিনিয়ে নিয়েছে মহিলারা। এই বছরেই নববর্ষের দিন মেয়েদের জন্য আগল খুলে দিয়েছিল মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দির। ওই আন্দোলনের নেতৃত্বে ছিল ভূ-মাতা রণরঙ্গিনী ব্রিগেড। এই ঘটনার পর ওই মাসেই শনি শিঙ্গনাপুর মন্দিরের দৃষ্টান্ত টেনে কেরলের সবরিমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সরব হয়েছেন কেরলের মহিলা আইনজীবীদের একটি সংগঠন। কেরলের এই মন্দিরে এখন ১০ থেকে ৫০ বছরের ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারেন না। সুপ্রিম কোর্টে এই নিয়েও মামলা চলছে।

অপরদিকে এ দিনটিকেই বিশ্বজুড়ে নারী সমানাধিকার দিবস হিসাবে পালন করা হয়। ১৯২০ সালে ২৬ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এ দিন থেকেই মেয়েরা ভোটাধিকারের অধিকার পেয়েছিলেন। ঘটনাচক্রে এ দিনই হাজি আলি দরগায় মেয়েদের প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুন:

শনি মন্দিরে মেয়েরা গেলে বাড়বে ধর্ষণ!

ভারতের যে সব মন্দিরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haji ali shrine women banned
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE