চার দিন ধরে একটি মাত্র ত্রিপলে মাথা গুঁজে বসেছিলেন ওঁরা ছ’জন। খেয়েছেন শুধু বৃষ্টির জল। বানভাসি কেরলে তাঁরা কোথায় আছেন, জানতেন না কেউ। মোবাইলও বন্ধ। খোঁজ দিল হ্যাম রেডিয়ো।
দুর্যোগ মাথায় নিয়েই মুর্শিদাবাদের শিবনগরের ওই ছয় যুবককে শনিবার কেরলের এর্নাকুলমের নারায়ণবেরির একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার করলেন হ্যাম রেডিয়ো ক্লাবের সদস্যেরা। মনিরুজ্জামান, সামিউল আলম, মহাবুল ইসলাম, সেলিম মিয়াঁ, মহম্মদ হাজিবুর মিয়াঁ এবং হাসানুজ্জামান মিয়াঁ নামে ওই ছ’জন নারায়ণবেরিতে ওই বাড়ি তৈরির কাজেই গিয়েই আটকে পড়েন। রবিবার জমা জল ঠেলে ২২ কিলোমিটার হেঁটে তাঁরা এর্নাকুলম স্টেশন থেকে হাওড়াগামী বিশেষ ট্রেনে উঠলেন।
মনিরুজ্জামান জানান, প্রবল বৃষ্টির জন্য সপ্তাহখানেক আগে কাজ বন্ধ হয়ে যায়। নির্মীয়মাণ বাড়িটিতেই তাঁরা থাকতেন। তার দিন দুয়েক পরে বাড়িটির একতলা জলের তলায় চলে যায়। তাঁরা দোতলায় আশ্রয় নেন। বিদ্যুৎ এমনিতেই ছিল না। ফলে, মোবাইলে ‘চার্জ’ না-থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সঙ্গের খাবারও ফুরিয়ে যায়। তৃতীয় দিন রাতে দোতলায় জল উঠতে শুরু করে। তাঁরা ত্রিপল নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নেন। এ দিকে মনিরুজ্জামানদের কোনও খোঁজ না-পেয়ে তাঁদের বাড়ির লোকেরা প্রশাসনের দ্বারস্থ হন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের মাধ্যমে সেই তথ্য আসে ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’-এর কাছে। ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, কেরলে বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যাম’ এবং হায়দরাবাদের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যামেচার রেডিয়ো’ একযোগে কাজ করছে। ডোমকলের ওই যুবকদের কথা ওই দুই রেডিয়ো ক্লাবকে জানানো হয়। মনিরুজ্জামানের মোবাইল নম্বরও জানানো হয়। কিন্তু মোবাইল বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।