Advertisement
০৪ মে ২০২৪

বরাক বিচিত্রা

২৪ মে- রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: বিজয়ী সঙ্ঘ, সকাল সাড়ে ৯টা। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সংস্থার বার্ষিক সাধারণ সভা: রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ, সকাল ১১টা। সুরসাগর সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা: রংপুর নিজস্ব গৃহ, সকাল ৯টা। অল কাছাড় নন-প্রভিন্সিয়ালাইজড এলপি, এমই, প্রি-সিনিয়র মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা: স্বাধীনবাজার এমই স্কুল, সকাল ১১টা।

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৫৯
Share: Save:

কাছাড়: ২৪ মে- রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: বিজয়ী সঙ্ঘ, সকাল সাড়ে ৯টা। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সংস্থার বার্ষিক সাধারণ সভা: রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ, সকাল ১১টা। সুরসাগর সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা: রংপুর নিজস্ব গৃহ, সকাল ৯টা। অল কাছাড় নন-প্রভিন্সিয়ালাইজড এলপি, এমই, প্রি-সিনিয়র মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা: স্বাধীনবাজার এমই স্কুল, সকাল ১১টা। অল কাছাড় ভেঞ্চার এলপি, এমই টিচার্স অ্যাসোসিয়েশনের সভা: কালাইন এমভি স্কুল, সকাল ১১টা। ভারতীয় জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় হেপাটাইটিস-বি টিকাকরণ শিবির: কাটিগড়া সিদ্ধেশ্বর হাইস্কুল, সকাল ১০টা। ২৫ মে- ক্যানসার শনাক্তকরণ শিবির: শিলচর সিভিল হাসপাতাল, সকাল সাড়ে ৯টা। পূবালির ৪৪-তম বর্ষপূর্তি উপলক্ষে বসে আঁকো ও কার্টুন অঙ্কন: সকাল সাড়ে ৯টা, সঙ্গীত প্রতিযোগিতা বেলা ২টা, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে সাড়ে ৬টা, গাঁধীভবন। ২৬ মে- ন্যাশনাল ফাউন্ডেশন ফর কম্যুনাল হারমনি-র সাহায্য প্রদান অনুষ্ঠান: জেলাশাসকের কনফারেন্স হল, সকাল সাড়ে ১১টা। ২৭ মে- সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নজরুল-সুকান্ত স্মরণ: জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, সন্ধ্যা সাড়ে ৬টা। ২৮ মে- প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ: শিলচর সঙ্গীত বিদ্যালয়, সন্ধ্যা সাড়ে ৫টা। ৩০ মে- শিলচর লোকমঞ্চের মরমী গানের অনুষ্ঠান: শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, বিকেল ৪টা।

হাইলাকান্দি: ২৪ মে- হাইলাকান্দি জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে হস্তশিল্প প্রদর্শনী: ইনডোর স্টেডিয়াম, সকাল ১১টা। বরাকভ্যালি জিরি ইরিগেশন জেলা কর্মচারীদের সভা: আলগাপুর মেরিট অ্যাকাডেমি, সকাল ১১টা। হাইলাকান্দি জেলা বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের সভা: ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম হাইস্কুল, সকাল ১১টা।

করিমগঞ্জ: ২৪ মে- নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের কৃষ্ণচূড়া উৎসব: করিমগঞ্জ কলেজ প্রেক্ষাগৃহ, সকাল সাড়ে ১০টা। প্রশিক্ষণপ্রাপ্ত এসএসবি স্বেচ্ছাসেবকদের সভা: ভাঙ্গার নন্দপুর এমভি স্কুল। সন্ধ্যা শুক্ল স্মৃতি প্রাইজমানি নাইন-এ-সাইড ফুটবল: করিমগঞ্জ পাবলিক স্কুলের মাঠ। হাইস্কুল ঠিকাভিত্তিক শিক্ষক সংস্থার সভা: বিপিন পাল হাই স্কুল। ২৫ মে- হস্তশিল্পীদের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনীর: জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র, সকাল সাড়ে ১১টা। কল্পতরু প্রকল্পের ইন্টারভিউ: করিমগঞ্জ পুরসভা, সকাল ১১টা।

ডিমা হাসাও: ২৪ মে- প্রথম প্রাইজমানি মহিলা ফুটবল প্রতিযোগিতা: মাইবাঙ মাঠ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barak bichitra silchar karimganj hailakandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE