Advertisement
০৪ মে ২০২৪

বৃষ্টিতে অসম বানভাসি

নাগাড়ে বর্ষা ও ভুটান থেকে জল ছাড়ার ফলে নামনি অসমের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কামরূপ, লখিমপুর, ধেমাজির বন্যা কিছুটা কমলেও বানভাসি শোণিতপুর জেলার গোহপুর। এ ছাড়া বরপেটা জেলার বরপেটা ও সর্থেবাড়ি মহকুমাতেও বন্যা চলছে। দরং জেলার মঙ্গলদৈ, পথারিঘাটে ৬২৫টি পরিবার বানভাসি। এদিন কোকরাঝাড়ের তরঙ্গ নদীর জল বেড়ে হালোয়াডাল গ্রামের সংযোগকারী রাস্তা সাফ করে দিয়েছে।

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:২৮
Share: Save:

নাগাড়ে বর্ষা ও ভুটান থেকে জল ছাড়ার ফলে নামনি অসমের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কামরূপ, লখিমপুর, ধেমাজির বন্যা কিছুটা কমলেও বানভাসি শোণিতপুর জেলার গোহপুর। এ ছাড়া বরপেটা জেলার বরপেটা ও সর্থেবাড়ি মহকুমাতেও বন্যা চলছে। দরং জেলার মঙ্গলদৈ, পথারিঘাটে ৬২৫টি পরিবার বানভাসি। এদিন কোকরাঝাড়ের তরঙ্গ নদীর জল বেড়ে হালোয়াডাল গ্রামের সংযোগকারী রাস্তা সাফ করে দিয়েছে। কোকরাঝাড় শহরের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন। বহু স্কুল আজ বন্ধ ছিল। বন্যা দেখা দিয়েছে বঙ্গাইগাঁও জেলার উত্তর শালমারায়। ভুটান থেকে তোড়ে জল ঢোকায় উদালগুড়ি জেলার মাঝবাটও জলমগ্ন। সব মিলিয়ে বর্ষা ঢোকার আগেই এ বার রাজ্যের ন’টি জেলায় বন্যাসদৃশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assam rain bhutan kamrup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE