Advertisement
১১ মে ২০২৪
National News

অশান্তির জেরে দোতলার সিঁড়ি থেকে ২ বছরের শিশুকে ছুড়ে ফেললেন মা!

শাশুড়ির সঙ্গে অশান্তির রোষ গিয়ে পড়ল দু’বছরের শিশুর উপর! ঘুমন্ত ছেলেকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ছুড়ে ফেললেন মা! ঘরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়ঙ্কর দৃশ্য। গত শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১৫:৪০
Share: Save:

শাশুড়ির সঙ্গে অশান্তির রোষ গিয়ে পড়ল দু’বছরের শিশুর উপর! ঘুমন্ত ছেলেকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ছুড়ে ফেললেন মা! ঘরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়ঙ্কর দৃশ্য। গত শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সনু গুপ্ত দক্ষিণ-পূর্ব দিল্লির বাসিন্দা। ওই দিন সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে বচসা হয়েছিল সনুর। তার রাগ গিয়ে পড়ে দু’বছরের ছেলে অংশুর ওপর। ঘুমন্ত ছেলেকে বিছানা থেকে তুলে নিয়ে দোতলার সিঁড়ি থেকে নীচে ছুড়ে দেন তিনি। মাথায় ও মুখে মারাত্মক চোট নিয়ে এইমস-এ ভর্তি অংশু।

দিল্লি পুলিশ সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব দিল্লির বাসিন্দা নীতিন গুপ্ত পেশায় ব্যবসায়ী। বাবা-মা, ২৬ বছরের স্ত্রী সনু গুপ্ত, এবং দু’বছরের ছেলে অংশুকে নিয়ে তাঁর পরিবার। পাঁচ বছর আগে প্রসাধন সামগ্রীর ব্যবসায়ী নীতিনের সঙ্গে বিয়ে হয়েছিল সনুর। বিয়ের পর থেকেই সম্পত্তি নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেই থাকত সনুর। প্রতি দিনের মতো সে দিনও সম্পত্তির অধিকার নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি হচ্ছিল তাঁর। খাটে শুয়েছিল ছেলে অংশু। রাগের মাথায় তাকেই ঘুম থেকে তুলে, হাত ধরে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে যান সনু। তাঁকে বাধা দিতে পিছনে পিছনে ছুটে আসেন শ্বশুর-শাশুড়ি এবং স্বামী নীতিন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অংশুকে সিঁড়ির উপর থেকে ছুড়ে ফেলে দেন সনু। সম্পূর্ণ ঘটনাটাই ধরা পড়ে ঘরে লাগানো দু’টি সিসিটিভি ক্যামেরায়।

আরও পড়ুন: ৬ দিন ফুসফুস দু’টি বার করে রেখে রোগীকে বাঁচালেন ডাক্তাররা!

সনুর শাশুড়ি জানাচ্ছেন, বাড়িতে ঝামেলা হলেই ছেলেকে মেরে ফেলার ভয় দেখাত বৌমা। বলত, ছেলেকে মেরে সবাইকে খুনের দায়ে ফাঁসিয়ে দেবে। অন্য দিকে, শ্বশুর-শাশুড়ি তাঁর সঙ্গে কতটা দুর্ব্যবহার করেন তার প্রমাণ রাখতে নিজেই ঘরে গোপন ক্যামেরা বসিয়েছিলেন সনু। এই ঘটনার পর মঙ্গলবার স্ত্রী সনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নীতিন গুপ্ত। নীতিনের অভিযোগের ভিত্তিতে ঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Throws Down CCTV Footage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE