Advertisement
০৫ মে ২০২৪

তিনি ভ্রাতৃহন্তা নন, দাবি করলেন বিজেপি বিধায়ক

খুড়তুতো ভাই নীরজ সিংহকে খুনের অভিযোগ উড়িয়ে দিলেন ঝরিয়ার বিজেপি বিধায়ক সঞ্জীব সিংহ।

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০১:৫২
Share: Save:

খুড়তুতো ভাই নীরজ সিংহকে খুনের অভিযোগ উড়িয়ে দিলেন ঝরিয়ার বিজেপি বিধায়ক সঞ্জীব সিংহ। আজ দুপুরে ধানবাদের ‘সিং ম্যানসন’-এ এক সাংবাদিক সম্মেলনে সঞ্জীব সিংহ বলেন, ‘‘আমার ভাইয়ের খুনের সঙ্গে আমি বা আমার পরিবার কোনও ভাবে যুক্ত নই। ভাইয়ের খুনের ঘটনাটা আমি অনেক পরে জানতে পারি।’’ সঞ্জীব জানান, ভাইয়ের মৃত্যুতে তিনিও শোকাহত। খুনের তদন্তে পুলিশ ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবেন।

গত কাল রাত দু’টো নাগাদ নিহত নীরজ সিংহের ভাই গুড্ডু সিংহ সরাইঢেলা থানায় গিয়ে সঞ্জীব সিংহ ও চার দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লেখেন, সঞ্জীব সিংহের নির্দেশেই তাঁর দাদা নীরজ সিংহকে খুন করা হয়েছে। যে যুবকেরা নীরজ ও তাঁর সঙ্গীদের গুলি চালিয়ে হত্যা করে তাদের নামও উল্লেখ করেন গুড্ডু। যদিও সঞ্জীব বলেন, ‘‘মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে। আমরা কেউই পালিয়ে বেড়াচ্ছি না।’’

এ দিকে, আজ নীরজ-হত্যার প্রতিবাদে কংগ্রেসের ডাকা ধানবাদ বন্‌ধে কয়লানগরী অচল হয়ে যায়। সব দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ ছিল। ধানবাদের এসএসপি মনোজ রতন চৌথে বলেন, ‘‘বন্‌ধ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের টহলদারি চলেছে সারাদিনই।’’ ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। এখনও কেউ গ্রেফতার হল না কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এসএসপি বলেন, ‘‘দুষ্কৃতীদের ধরতে বেশ কয়েকটি গোপন ডেরায় অভিযান চালানো হয়েছে। শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে।’’

যেখানে খুনের ঘটনাটি ঘটেছে সেই স্টিল গেট এলাকার রাস্তায় কে ‘স্পিড ব্রেকার’ বানালো তা নিয়েও শুরু হয়েছে টানাপড়েন। ঘটনাস্থলে ছোট ছোট বেশ কয়েকটি স্পিড ব্রেকার রয়েছে। এই স্পিড ব্রেকারের জন্যই নীরজের গাড়ি ধীরে হয়ে যায়। সেই সুযোগেই দুষ্কৃতীরা গাড়ি ঘিরে গুলি চালায়। ধানবাদ নগর নিগম, পূর্ত বিভাগ বা এনএইচএআই—কেউই ওই স্পিড ব্রেকার বানায়নি বলে জানিয়েছে। খুনের চার দিন আগে ওই স্পিড ব্রেকার বানানো হয়েছিল বলে স্থানীয় মানুষ জানিয়েছে।

প্রশ্ন উঠেছে, তাহলে কি নীরজকে খুন করতেই ওই স্পিড ব্রেকার বানিয়েছিল দুষ্কৃতীরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP MLa Brother Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE