প্রথম হওয়ার উদ্দেশ্য নিয়ে নয়। নিজের সেরাটা দেওয়ার সঙ্কল্প করেই পড়াশোনা করেছেন তিনি। কোনও গৃহশিক্ষক রাখেননি। ভরসা করেছেন স্কুলের শিক্ষকদের উপরেই। তাতেই আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে সেরা হলেন আনন্দপুরের হেরিটেজ স্কুলের ছাত্রী অনন্যা মাইতি।
সোমবার সন্ধ্যায় স্কুলের কনফারেন্স রুমে গীতার ‘মা ফলেষু’ বাণী মনে পড়িয়ে দিলেন অনন্যা। বললেন, ‘‘পরীক্ষার ফল শুধুই পড়াশোনার উপরে নির্ভর করে না। ভাগ্যও অনেকটা কাজ করে। তাই ফলের আশা না-করে নিজের সেরাটা দিয়ে পড়াশোনা করা উচিত।’’
ইংল্যান্ড থেকে এসে চতুর্থ শ্রেণিতে হেরিটেজ স্কুলে ভর্তি হন অনন্যা। রাজ্যে যখন প্রাইভেট টিউশন ‘স্বাভাবিক’ বিষয় হয়ে গিয়েছে, সেখানে অনন্যা বলছেন, ‘‘স্কুলের শিক্ষকদের কাছ থেকে যা পেয়েছি, তাতে আলাদা করে কোনও গৃহশিক্ষকের প্রয়োজন হয়নি।’’