জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা মোটের উপরে শান্তই। কিন্তু প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি ও জম্মু-কাশ্মীরে বড় মাপের হামলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। ফলে এক দিকে সন্ত্রাস-দমন অভিযানে জোর দিয়েছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সতর্ক করা হয়েছে বিএসএফকে। ড্রোন হামলার সম্ভাবনা থাকায় মোতায়েন করা হয়েছে ড্রোন-বিরোধী প্রযুক্তি।
আজ দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা বলেন, ‘‘দিল্লির উপরে জঙ্গিদের নজর সব সময়েই রয়েছে। অন্য নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি আমরা।’’
আস্থানা জানান, গত দু’মাস ধরে দিল্লি পুলিশ ২৬টি ক্ষেত্রে অভিযানে গতি এনেছে। তার মধ্যে রয়েছে নিয়মিত গাড়ি তল্লাশি, হোটেল-লজে তল্লাশি, দিল্লিতে বাইরে থেকে আসা ভাড়াটে, শ্রমিক, পরিচারকদের পরিচয় সম্পর্কে খোঁজখবর নেওয়া। রাজধানীর সুরক্ষার জন্য মোট ২৭,৭২৩ জন কর্মী মোতায়েন করেছে পুলিশ। তাদের মধ্যে ৭১ জন ডেপুটি কমিশনার, ২১৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৭৫৩ জন ইনস্পেক্টর এবং দিল্লি পুলিশ কমান্ডার। মোতায়েন রয়েছে ৬৫ কোম্পানি আধাসেনাও।