০৫
১০
ইনার্শিয়াল নেভিগেশন বেসড সাইটিং সিস্টেম, অটো লেয়িং ব্যবস্থা, অন বোর্ড ব্যালিস্টিক কম্পিউটেশন, দিন ও রাতে আধুনিকমাত্রার ‘ডিরেক্ট ফায়ারিং সিস্টেম’-কে।
০৬
১০
১৫৫x৪৫ এমএম ক্যালিবারের কামানের স্ট্রাইক রেঞ্জ বা পাল্লা ৩৮ কিমি। সিকিম কিংবা লেহ, রাজস্থানের মরুভূমি বা ওডিশার উত্তপ্ত বালিচরেও এই কামান সফল হয়েছে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে।