Follow us on
Download the latest Anandabazar app
© 2021 ABP Pvt. Ltd.
১৭ অগস্ট ২০২২ ই-পেপার
দেশ
মরুভূমি থেকে পাহাড়ি এলাকা, যে কোনও জায়গায় শত্রুপক্ষকে এক নিমেষে ঘায়েল করবে ধনুষ কামান। প্রতিরক্ষা মন্ত্রক থেকে ভারতীয় সেনার জন্য ১১৪টি ধনুষ কামানের বরাত দিয়েছে। এই বরাত দেওয়া হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে।
সেনা মোট ৪১৪টি ধনুষ কামান পাবে, যার মধ্যে প্রথম ব্যাচে রয়েছে ১১৪টি কামান।
ধনুষই হল প্রথম স্বদেশি কামান যা বহু দূর পর্যন্ত নির্ভুল নিশানায় আঘাত করতে পারে।
২০১৮ সালের জুন মাসে এটি প্রথম রাজস্থানের পোখরানে পরীক্ষা করা হয়েছিল। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্যতম অংশ এই ধনুষ।
ইনার্শিয়াল নেভিগেশন বেসড সাইটিং সিস্টেম, অটো লেয়িং ব্যবস্থা, অন বোর্ড ব্যালিস্টিক কম্পিউটেশন, দিন ও রাতে আধুনিকমাত্রার ‘ডিরেক্ট ফায়ারিং সিস্টেম’-কে।
১৫৫x৪৫ এমএম ক্যালিবারের কামানের স্ট্রাইক রেঞ্জ বা পাল্লা ৩৮ কিমি। সিকিম কিংবা লেহ, রাজস্থানের মরুভূমি বা ওডিশার উত্তপ্ত বালিচরেও এই কামান সফল হয়েছে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে।
বোফর্সের চেয়েও শক্তিশালী এই কামান আরও এই কামানের চেয়েও ১১ কিমি বেশি দূর পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম।
রাতের অন্ধকারে এক মিনিটে ছয়টি গোলা দিয়ে আঘাত হানতে পারবে এটি।
ফায়ার স্ট্যান্ডার্ড ন্যাটো ১৫৫ এম এম অ্যামিউনিশন, বাই মডিউলার চার্জ সিস্টেম থাকায় কামানের পাল্লা বেড়ে গিয়েছে।
ধনুষের প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল ২০১৪ সালে। যদিও এটির মূল নকশা আশির দশকের বোফর্স কামানের ভিত্তিতেই তৈরি।
সন্ত্রাসবাদী, চোরাবাজারিদের হাতে বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ! নতুন দুশ্চিন্তায় প্রশাসন
দেশের গর্ব ভারতের এই রেল ইঞ্জিন, ১০১ বছর ‘বন্দি’ থাকার পরেও স্থান বিশ্ব ইতিহাসে
পাকিস্তান নিষিদ্ধ দু’বার, দু’বার ইরাকও, বিশ্ব ফুটবলে এই প্রথম নিষেধাজ্ঞার কোপে ভারত
প্রিয়রঞ্জন থেকে প্রফুল্ল, রাজনীতির ফাঁসেই কি ভারতীয় ফুটবলের এই হাল?
নজরে ক্ষেপণাস্ত্র থেকে দেশের পরমাণু কেন্দ্র, চিন্তা বাড়াচ্ছে চিনা ‘গুপ্তচর’ জাহাজ