২০১৮ সালের অক্টোবর মাসের মধ্যেই উত্তরপ্রদেশে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হয়ে গিয়েছে। শৌচাগার পেয়েছে প্রতিটি পরিবার। এমনটাই ফলাও করে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু কতটা সত্য এই তথ্য? বছর ঘুরতে খোদ সরকারি সমীক্ষাতেই দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে এখনও ১৪ লক্ষ ৬২ হাজার বাড়িতে শৌচাগারই নেই। এই পরিসংখ্যান সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। তড়িঘড়ি স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য খতিয়ে দেখতে গিয়ে জলসম্পদ মন্ত্রক ছয় সদস্যের একটি কমিটিকে পাঠানো হয়েছে উত্তরপ্রদেশে।
গত ২০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের স্বচ্ছ ভারত মিশন ডিরেক্টর ব্রহ্মদেব তিওয়ারি মোট ৭৪ জন জেলাশাসককে একটি চিঠি দেন। সেখানেই তিনি উল্লেখ করেন, ১৪ লক্ষ ৬২ হাজার পরিবারে এখনও শৌচাগারই নেই। বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছিল তাঁকে।
সংবাদসংস্থা সূত্রে খবর, গত ১৮ ও ১৯ অক্টোবর কেন্দ্রীয় সরকারের ওই প্রতিনিধি দল উত্তরপ্রদেশ ঘুরে খতিয়ে দেখেন ঠিক কতটা কার্যকর হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। তাঁরা খোঁজ নেন, জিয়ো ট্যাগিং টয়লেটের সংখ্যা সম্পর্কে। ২৬ জেলাকে কোন তথ্যের ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়েছে, খোঁজ নেওয়া হয় সেই বিষয়েও।