Know the voice behind announcements at Maharashtra Parli train station dgtl
Rail Station: ‘প্যাসেঞ্জারস প্লিজ পে অ্যাটেনশন’, মহারাষ্ট্রের স্টেশনের মহিলা কণ্ঠের পিছনে কে
কখনও ইংরেজিতে বলে ওঠে ‘প্যাসেঞ্জারস প্লিজ পে অ্যাটেনশন’, কখনও আবার হিন্দিতে যাত্রীদের মনোযোগ আকর্ষণ করে ওই রেকর্ডিং করা ঘোষণা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ট্রেন আসার আগে যাত্রীদের সতর্ক করতে এবং ট্রেন সম্পর্কে যাবতীয় বিষয় আগে জানাতে আগে থেকে রেকর্ড করা কিছু তথ্য বেজে ওঠে। যাঁরা ট্রেনে যাতায়াত করেন তাঁদের কাছে এই ঘোষণা খুবই পরিচিত।
০২১০
কখনও ইংরেজিতে বলে ওঠে ‘প্যাসেঞ্জারস প্লিজ পে অ্যাটেনশন’, কখনও আবার হিন্দিতে যাত্রীদের মনোযোগ আকর্ষণ করে ওই রেকর্ডিং করা ঘোষণা। তার পর স্থানীয় ভাষাতেও এই একই ঘোষণা হয়।
০৩১০
ট্রেন নম্বর, ট্রেনের গন্তব্য, কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে, স্টেশনে পৌঁছনোর সময় ইত্যাদি বিবরণ জানা যায় ওই রেকর্ডিং থেকে। বেশির ভাগ ক্ষেত্রে এক মহিলা কণ্ঠ সেই বিবরণ শোনান।
০৪১০
মহারাষ্ট্রের পারলি বৈজনাথ স্টেশন একটু ব্যতিক্রম। সেই স্টেশনে মহিলা কণ্ঠের পিছনে কে রয়েছেন জানেন?
০৫১০
শ্রাবণ আদোবে। পারলি বৈজ স্টেশনেরই রেলকর্মী তিনি। সম্প্রতি নেটমাধ্যমে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শ্রাবণ ওই মহিলা কণ্ঠ নকল করে যাত্রীদের ট্রেনের বিবরণ শোনাচ্ছেন।
০৬১০
ভিডিয়ো না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবেন না যে, হুবহু এত সুন্দর ভাবে শ্রাবণ মহিলা কণ্ঠস্বর নকল করতে পারেন।
০৭১০
অন্যান্য স্টেশনের মতো পারলি বৈজ স্টেশনেও রেকর্ড করা মহিলা কণ্ঠই চালানো হয়। কিন্তু অনেক সময়ই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
০৮১০
কোনও রকম গোলযোগ দেখা দিলে যেমন অন্যান্য স্টেশনে ট্রেনের বিবরণ সংক্রান্ত ওই রেকর্ডিং বন্ধ থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়, পারবি বৈজনাথ স্টেশনে কিন্তু কোনও সমস্যা হয় না।
০৯১০
রেকর্ডিং চালাতে গোলযোগ দেখা দিলেই সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে যান শ্রাবণ। মহিলা কণ্ঠ নকল করে সমস্ত বিবরণ যাত্রীদের জানিয়ে দেন নিজেই।
১০১০
মহারাষ্ট্রের পারলি শহরের খুব ছোট একটি স্টেশন এটি। মাত্র তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনে। এই স্টেশন থেকে হায়দরাবাদ, উসমানাবাদ, বিজয়ওয়ারা, ওয়ারাঙ্গল, নাসিক, মুম্বই, বেঙ্গালুরু, মিরাজ বিশাখাপত্তনম-সহ একাধিক শহরের যোগ রয়েছে।