Advertisement
২১ মে ২০২৪

শপিং মল দুর্নীতিতে রেহাই লালুর

শপিং মলের মাটি বিক্রি কাণ্ডে সরকারি রিপোর্টে লালুপ্রসাদ ও তাঁর পরিবার খানিকটা হলেও স্বস্তি পেলেন। কারণ সরকারের তরফে মুখ্যসচিব অঞ্জনী কুমার সিংহ আজ সরকারের প্রধান শরিক আরজেডির ‘ফার্স্ট ফ্যামিলি’-কে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:৫৬
Share: Save:

শপিং মলের মাটি বিক্রি কাণ্ডে সরকারি রিপোর্টে লালুপ্রসাদ ও তাঁর পরিবার খানিকটা হলেও স্বস্তি পেলেন। কারণ সরকারের তরফে মুখ্যসচিব অঞ্জনী কুমার সিংহ আজ সরকারের প্রধান শরিক আরজেডির ‘ফার্স্ট ফ্যামিলি’-কে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। শনিবার তিনি বলেন, পটনা চিড়িয়াখানর এই মাটি কেনায় কোনও বেনিয়ম হয়নি।

বন দফতরের সচিবের রিপোর্টকে সামনে রেখে মুখ্যসচিবের বক্তব্য, ৯০ লক্ষ নয়, ৯ লক্ষ টাকার মাটি কেনা হয়েছে নিয়ম মেনেই। তবে মাটি লোডিং, তা বহন করে নিয়ে আসা— সব মিলিয়ে মোট খরচের পরিমাণ ৪১ লক্ষ টাকা। যদিও বিজেপির অভিযোগ, সরকারের প্রধান শরিককে এবং বন ও পরিবেশ মন্ত্রীকে আড়াল করতেই আসরে নেমেছে সরকার। সরকারের এই ছাড়ের পরেই যাদব পরিবারের তরফে অভিযোগকারী বিজেপি নেতা সুশীল মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE