Advertisement
১৮ মে ২০২৪

নোটবন্দির সুফল ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

দাবি করেছিলেন, নোটবন্দিতে কালো টাকা উদ্ধার হবে। সেটা হল কোথায়? 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০২:৩৩
Share: Save:

নোটবন্দিতে বহু মানুষের কাজ খোয়ানোর অভিযোগ উড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে বড় বিষয় ছিল জিনিসপত্রের দাম। আজ এক সাক্ষাৎকারে মোদীর দাবি, এ বারে মূল্যবৃদ্ধি ভোটের কোনও প্রসঙ্গই নয়। এটা নোটবন্দিরই সুফল।

দাবি করেছিলেন, নোটবন্দিতে কালো টাকা উদ্ধার হবে। সেটা হল কোথায়?

এই প্রশ্নের মুখে মোদী শুক্রবার বলেন, ‘‘নোটবন্দিতে কালো টাকার বিরুদ্ধে একটা সচেতনতা এসেছে। সততা (ইমানদারি)-র একটা বাতাবরণ তৈরি হয়েছে। এখন তো তা-ও ধরা পড়ে। আগে ধরাই পড়ত না।’’ কর্মসংস্থানের সরকারি তথ্য কোথায়? প্রধানমন্ত্রী জানাচ্ছেন, বিশ্বমানের রিয়েল টাইম ডিজিটাল তথ্য ব্যবস্থা তৈরি হচ্ছে। কাজটা বিশাল।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দেশীয় উৎপাদন প্রসঙ্গে মোদী বলেন, ‘‘ভেবে দেখুন, ভারতের মতো দেশেও প্রচুর মধু আমদানি করা হত। এখন তার উৎপাদন বেড়েছে। অমেঠীতে আগামী দিনে সব সেরা রাইফেল তৈরি হবে। দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রফতানি হবে।

মোদী জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনের মান বাড়ানো ও আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা তাঁর লক্ষ্য। দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করতে চান তিনি। চাষিদের রোজগার বাড়ানোর ক্ষেত্রে তাঁর দাওয়াই ‘‘ভ্যালু অ্যাডিশন। যেমন, কাঁচা আমের চেয়ে পাকা আমের দাম বেশি। তার চেয়ে বেশি দামি আচার।’’ তিনি চান, বিহারের মখানার (বাংলায় মাখনা) মতো দেশি খাবারের ব্র্যান্ডিং। কিন্তু দেশের কর্পোরেট দুনিয়ার সেই ভাবনাটাই নেই! এত বড় যে নির্বাচন হচ্ছে, তা দেখতে বিশ্বের পর্যবেক্ষকেরা এসেছেন। এটাকে ‘ভোটের পর্যটন’ হিসেবে দেখেন প্রধানমন্ত্রী। ভারতীয় নির্বাচনেরও ব্র্যান্ডিং চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Lok Sabha Election 2019 Demonetization
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE