Advertisement
E-Paper

গ্যাস নিয়ে উত্তাল সংসদ

সোমবারই তেলমন্ত্রী সংসদে জানান, প্রতি মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪ টাকা করে বাড়বে। আগে যা ২ টাকা করে বাড়ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৫:১২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ল নরেন্দ্র মোদী সরকার। ধাপে ধাপে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে অধিবেশন অচল করল বিরোধীরা। চাপের মুখে কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যুক্তি, প্রতি মাসে অল্প অল্প করে দাম বাড়িয়ে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত ইউপিএ-র আমলেই নেওয়া হয়েছিল। মোদী সরকার ভর্তুকিতে ভারসাম্য আনার চেষ্টা করছে। কারণ ভর্তুকি শুধু গরিবদের জন্য। বিত্তশালীদের জন্য নয়।

সোমবারই তেলমন্ত্রী সংসদে জানান, প্রতি মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪ টাকা করে বাড়বে। আগে যা ২ টাকা করে বাড়ত। আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গত কাল থেকে মানুষ দুঃখে আছেন। এলপিজি গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। মানুষের যেমন আর্নিং আছে, তেমনি বার্নিংও আছে। মনে রাখবেন দিল্লি যে টাকা ভর্তুকি দিত, তা কারও পকেটের টাকা নয়। ওই টাকা জনগণের টাকা।’’

মমতার সুরেই আজ সংসদের শুরু থেকে আক্রমণে যায় তৃণমূল। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন, বিজেপির কি কোনও সামাজিক দায়বদ্ধতা নেই? গোটা বিশ্বে যখন অশোধিত তেলের দাম কমছে, তখন এ দেশে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কেন? কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টির নেতারাও এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন। নীতীশ কুমারের দল জেডি(ইউ)-এর নেতা শরদ যাদব প্রশ্ন করেন, সরকার কি তেল দিয়ে চলবে? কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রশ্ন, ভর্তুকি নেন বলেই কেউ বড়লোক হয়ে গেল, এ কোথাকার যুক্তি?

লোকসভায় সরকারের উত্তর না পেয়ে ওয়াক-আউট করেন বিরোধীরা। রাজ্যসভা এক বার মুলতুবি হয়। পরে বিরোধীরা ফের ওই প্রসঙ্গ তুললে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, ইউপিএ আমলে ২০১০-এর ২৫ জুন প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তার পর প্রতি মাসে অল্প অল্প করে দাম বাড়িয়ে ভর্তুকি তুলে দেওয়া হবে বলে ঠিক হয়। ওই মন্ত্রিগোষ্ঠীতে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার থেকে শুরু করে কমল নাথ, মুরলী দেওরারা ছিলেন বলে তিনি জানান। তৃণমূলের দাবি, মন্ত্রিগোষ্ঠীতে থাকলেও মমতা আগেই এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকেও যাননি।

বিরোধীদের চাপের মুখে নরম হওয়ার লক্ষণ সরকার দেখায়নি। তবে ঘটনাচক্রে ৪ টাকার বদলে আজ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২ টাকাই বাড়িয়েছে তেল সংস্থাগুলি।

LPG LPG Subsidy Rajya Sabha মমতা বন্দ্যোপাধ্যায় এলপিজি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy