Advertisement
৩০ এপ্রিল ২০২৪
কাছাড়

মাধ্যমিকের ফল

...

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০২:৫৩
Share: Save:

• শিলচর কলেজিয়েট স্কুল: মোট পরীক্ষার্থী ১৪২, উত্তীর্ণ ১৪২, সর্বোচ্চ: সামান্তা দে (৫৭৮)। ৮০ শতাংশের অধিক-জন্নত আরা বড়ভুইয়া (৫৭০), সোমরাজ ভট্টাচার্য (৫৬৫), দিব্যশ্রী ভট্টাচার্য (৫৫৯), নবনীতা দাস (৫৫৬), অরুন্ধতী আচার্য (৫৫৬), স্বপ্নালিকা মেধি (৫৫৪), দীপাণ্বিতা চক্রবর্তী (৫৫৪), অর্ণব ভট্টাচার্য (৫৫২), বিশ্বদীপ পুরকায়স্থ (৫৫১), শুভ্রজিত দেব (৫৫০), অনামিকা দাস (৫৪৯), দেবপ্রিয় দাস (৫৪৭), দীপঙ্কর সরকার (৫৪৬), গীতরাজ দত্ত (৫৪১), অন্তরা ভট্টাচার্য (৫৩৮), স্বর্ণাতি দাস (৫৩৭), মাসুম জাহান চৌধুরী (৫৩৭), তৃষা দাস (৫৩৬), মৈথিলী পাল (৫৩৩), ঔঋধ পালচৌধুরী (৫৩৬), অদ্রিজা ভট্টাচার্য (৫৩৫), নন্দিতা বণিক (৫৩২), অর্ধেন্দু রায় (৫৩২), টিএইচ সায়ন সিংহ (৫২৭), রায়ন ঘোষ (৫২৭), পাবতৃষা দে (৫২৭), দেবদত্তা ভট্টাচার্য (৫২৫), বিশ্বরাজ পাল (৫২৫), রোহিণী দত্ত মজুমদার (৫২৪), শ্রীপর্ণা নাথ (৫২৪), প্রজ্ঞা চক্রবর্তী (৫২৩), পারশা রহমান বড়লস্কর (৫২১), সুকৃতাদিত্য ধর (৫২১), দেবানিক চক্রবর্তী (৫২০), কৌস্তুভ কর (৫১৭), স্বাতী বিশ্বাস (৫১৬), নভোনীল চক্রবর্তী (৫১৬), ঋদ্ধিরাজ ধর (৫১৪), দীক্ষা সেন পুরকায়স্থ (৫১৩), তারিক আজিজ লস্কর (৫১৩), আকাশ দেবনাথ (৫১২), ভিকি দাস (৫১২), ত্রিদীপ রায় (৫১০), দেবারতি সেন (৫০৯), ভার্গবকুমার শর্মা (৫০৮), বাবলু সিংহ (৫০৮), প্রাজ্জ্বল বিশ্বাস (৫০৮), হিমিকা পাল (৫০৭), মধুলিনা চৌধুরী (৫০৭), দীপায়ন দাস (৫০৬), রোহনকৃষ্ণ সোনার (৫০৫), ওয়াই সুপ্রিয়া সিংহ (৫০৫), অক্ষিতা বিশ্বাস (৫০৫), পূজা দাস (৫০৫), শতরূপ চৌধুরী (৫০৫), মাইকেল নাথ (৫০৫), চন্দ্রাণী দত্ত (৫০৩), অভিষেক বর্মন (৫০২), সৌভিক দাস (৫০২), শুভাশিস দে (৫০১), এস ইমঙ্গাবি সিংহ (৫০১), কেএইচ রোশনি চানু (৪৯৮), নাজনিন ওয়াজিদ মজুমদার (৪৯৮), স্নেহা দাস (৪৯৬), অয়ন্তিকা দে (৪৯৬), বৈশালী নাগ (৪৯৪), কমলজিত চৌধুরী (৪৯২), পৌলমী পাল (৪৯২), অঙ্কিতা দাশ পুরকায়স্থ (৪৯১), অনন্যা নাথ (৪৯১), অর্চিতা পাল (৪৯০), বিশালাক্ষী চৌধুরী (৪৮৯), শ্রেয়া রক্ষিত (৪৮৭), লাইস্রম বেমসানা (৪৮৬), এইচ লইয়ুম্বা সিংহ (৪৮৪), অভিষেক দত্ত (৪৮৩), রিশা দেবনাথ (৪৮২), সাদিকা ইয়াসমিন চৌধুরী (৪৮১), রোহন দেব (৪৮১), বেদপর্ণা নাথ (৪৮১), শেখ সমীহ আনজুম (৪৮১)।

• হোলিক্রশ স্কুল: মোট পরীক্ষার্থী ৯৫, উত্তীর্ণ ৯৫, সর্বোচ্চ: রত্নদীপ পাল (৫৬৮), ৮০ শতাংশের অধিক- শ্রীমন্ত সোম (৫৬০), তথাগত দাস (৫৫৫), আত্মদীপ পালচৌধুরী (৫৫০), কৃতীমান রায় (৫৪৯), অধিরাজ রায় (৫৪৭), অভিনন্দন দাস (৫৪০), নমন দাস (৫৩৮), সিদ্ধার্থ দে (৫৩৭), সোহম চৌধুরী (৫৩৭), মুহিউদ্দিন হাজারি (৫৩৬), ঋতুরাজ দে চৌধুরী (৫২৮), রাজকুমার প্রীতম সানা (৫২৬), তালহা মহম্মদ তামিম মজুমদার (৫২৫), মৃগাঙ্ক শেখর মজুমদার (৫২৩), সৌম্যদীপ পালচৌধুরী (৫১৬), প্রিন্স কুমার (৫১৬), সলমন পারভেজ মজুমদার (৫১৫), ঋতুরাজ চক্রবর্তী (৫১৫), বীরেশ্বর দে (৫১৫), প্রাজ্জ্বল ছেত্রী (৫১২), আয়ুষ কাক্কার (৫১০), জেফানিয়া খংজি (৫০৮), সেংখাম শ্যাম (৫০৫), বৈভব চক্রবর্তী (৫০৫), রামকৃষ্ণ পাল (৫০৫), রোহন রায় (৫০০), সাগ্নিক চৌধুরী (৪৯২), দীপ্তদীপ চৌধুরী (৪৯০), শুভদীপ ভট্টাচার্য (৪৮৯), নীরজ দেব (৪৮৫), তনুজ সিপানি (৪৮১)।

• সাউথ পয়েন্ট হাই স্কুল: মোট পরীক্ষার্থী ৬৮, উত্তীর্ণ ৬৮, সর্বোচ্চ: সৌমিক দে (৫৭৫), ৮০ শতাংশের অধিক-বিশ্বরূপ লস্কর (৫৫৮), গৌরদীপ রায় (৫৪৮), শাওনি সোম (৫৩৫), বিস্মিতা ভট্টাচার্য (৫২৭), পল্লবী স্বামী (৫১৩), বিশ্বদীপ ঘোষ (৫১৩), ঈপ্সিতা হান্নান বড়ভুইয়া (৫০৯), ইউ হরিশকুমার সিংহ (৫০২), চন্দ্রাশিস ভট্টাচার্য (৫০১), দেবাহূতি ভট্টাচার্য (৪৯৬), অর্পিতা পুরকায়স্থ (৪৯৫), সত্রাজিত সরকার (৪৯৪), মোহরলাল গোয়ালা (৪৮৩)।

• ওরিয়েন্টাল হাই স্কুল: মোট পরীক্ষার্থী ৪৫, উত্তীর্ণ ৪৫, সর্বোচ্চ: মেমা সিংহ (৫৫৫), ৮০ শতাংশের অধিক-অনন্যা সিংহ (৫৩০), অঙ্কিতা ঘোষ (৫২৫), সাবাজ আহমদ মজুমদার (৫১০), সুমি বেগম লস্কর (৫০৯), বিক্রমজিত সিংহ (৫০৮), লাল নান্তলুয়াঞ্জা (৫০৮), লুসি লালরিনদিকি (৫০০), টিএলএস উইলিয়াম লালরুইয়াজেলা (৪৯৬), শাকিব আহমদ চৌধুরী (৪৯৫), রূপচাঁদ পাটোয়া (৪৯৪), রাম দিন পুয়ালা (৪৯০), তুষার বারেথা (৪৮৭), টেরেসা লালরুইয়াছুঙ্গি (৪৮৭)।

• রামানুজ বিদ্যামন্দির: মোট পরীক্ষার্থী ৮৮, উত্তীর্ণ ৮৮, সর্বোচ্চ: নবারুণ রায়চৌধুরী (৫৫২), ৮০ শতাংশের অধিক-সঞ্চারী রায়চৌধুরী (৫৫০), মৃদুল পোখরেল (৫৪৫), মহাক তিওয়ারি (৫৪১), মৃগাঙ্ক দাস (৫৪০), অচ্যুত নাথ (৫৩৬), প্রিয়া ভুইয়া (৫৩৬), রাহুল দাস (৫৩৪), উদয়ন দেব (৫৩১), অনুপমা দাস (৫৩০), সৌম্যপর্ণা নাথ (৫২৫), মেঘনা দাস (৫২২), সংহিতা দে (৫১৬), মহাশ্বেতা রায় (৫১৫), হেমলতা সুরানা (৫১১), চনচন দেবী (৫০৯), ইফতিকারুজ্জান মজুমদার (৫০৮), সঞ্জয় দাস (৫০৮), অমিত চন্দ (৫০৪), মমতা রায় (৫০২), দীপান্বিতা চক্রবর্তী (৪৯৮) রজত সিংহ (৪৯৯), শামিম সাহাজ (৪৯৭), সোমশ্রী সিংহ (৪৮৯), সুস্মিতা নাথ (৪৮৭), কাকলি সিংহ (৪৮৫), অনসুয়া নাথ (৪৯২), শুভঙ্কর পাল (৪৯০), কৃতীরাজ চক্রবর্তী (৪৮৭), স্বর্ণালী চৌধুরী (৪৮৪), অনুভব সিংহ (৪৮১), সুস্নিতা চক্রবর্তী (৪৮১)।

• মুক্তাশ্রী হাই স্কুল: মোট পরীক্ষার্থী ৩৪, উত্তীর্ণ ৩৩, সর্বোচ্চ: অনিমেষকুমার চৌধুরী (৫৩৭), ৮০ শতাংশের অধিক- সুহেল মনসুর লস্কর (৫২৫), শুভঙ্কর কুমার চৌধুরী (৫১৩), বিশাল দেব (৫০৫), স্বরূপা পাল (৪৮৩)।

• নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ১১৩, উত্তীর্ণ ৯৩, সর্বোচ্চ: শাহনওয়াজ আলম লস্কর (৫৬৩), ৮০ শতাংশের অধিক-মনোজ ছেত্রী (৫৫০), কুরনাল দাস (৫৪২), অমিত দেব (৪৯১), কৌশিক নাথ (৪৮৫)।

• হিরণপ্রভা দেব শিশুমন্দির: মোট পরীক্ষার্থী ৮২, উত্তীর্ণ ৭৯, সর্বোচ্চ: সৌম্যানুজা সেন (৫৩৫), ৮০ শতাংশের অধিক-দীপরাজ দেবরায় (৫২৫), শাশ্বতী চক্রবর্তী (৫০৭), রূপাঞ্জলি দাস (৪৯৭), পরীক্ষিত নাথ (৪৯১), পিকলু ঘোষ (৪৮৩), দেবব্রত দেব (৪৮২)।

• অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ১২৫, উত্তীর্ণ ১১০, সর্বোচ্চ: জাভেদ আখতার চৌধুরী (৫৫১), ৮০ শতাংশের অধিক-বিপিনচন্দ্র পাল (৫০৮)।

• নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল: মোট পরীক্ষার্থী ১১২, উত্তীর্ণ ৯৭, সর্বোচ্চ: প্রিয়াঙ্কা ধর (৫০৮)।

• ছোট দুধপাতিল হাই স্কুল: মোট পরীক্ষার্থী ৭২, উত্তীর্ণ ৫১, সর্বোচ্চ: সত্যজিত মালাকার (৫১৬)।

• মুর্শেদুল আলম চৌধুরী মেমোরিয়াল অ্যাকাডেমি: মোট পরীক্ষার্থী ৩৫, উত্তীর্ণ ৩৫, সর্বোচ্চ: মোহম্মদ ওয়াসিম আক্রম চৌধুরী (৫৩১), ৮০ শতাংশের অধিক-সামিনা ইয়াসমিন চৌধুরী (৫২৮), আফরোজা আখতার মজুমদার (৫১৫), আফসারা খানম বড়ভুইয়া (৪৯৮), চাঁদ মোহম্মদ লস্কর (৪৮৪)।

• ড্যাফোডিল স্কুল: মোট পরীক্ষার্থী ৪৪, উত্তীর্ণ ৪৪, সর্বোচ্চ: রাসুল আহমদ খান (৫৪১), ৮০ শতাংশের অধিক-আদর্শকুমার যাদব (৫২৩), সৌমিলি দেব (৫০৭), অরিহান্ত জৈন (৫০৭), বিজেন সিংহ (৫০৩), ঋত্বিক গোস্বামী (৪৯৬), রিউলি দেবনাথ (৪৯৪), বিশাল সিংহ (৪৯০), ঋত্বিক যাদব (৪৯১), সৌগত সিকিদার (৪৮৭), মনীষা রায় (৪৮৭), দেবশিশু কর (৪৮৪), প্রাচী সিংহ (৪৮৪)।

• মালুগ্রাম গার্লস হাই স্কুল: মোট পরীক্ষার্থী ৬৯, উত্তীর্ণ ৫০, সর্বোচ্চ: কল্পান্তিকা দেবলস্কর (৪৮৬)।

• প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি: মোট পরীক্ষার্থী ২১, উত্তীর্ণ ২১, সর্বোচ্চ: এম রনিতা সিংহ (৫৪৬), ৮০ শতাংশের অধিক-আলিশা বড়লস্কর (৫৩৫), রাহুল সিদ্দিকী (৫৩৪), এনজি প্রেমজিত সিংহ (৫২৩), অনন্যা হোমচৌধুরী (৫১৭), সবনম আহমদ লস্কর (৫১১), নিকিতা পাল (৫১১), ধীরাজকুমার রায় (৪৯৮), নিলুফার ইয়াসমিন চৌধুরী।

• শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ৪৮, উত্তীর্ণ ৪২, সর্বোচ্চ: জাহির আব্বাস লস্কর (৪৮২)।

• দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ১১৮, উত্তীর্ণ ৯৭, সর্বোচ্চ: পিংকি দাস (৫১৪)।

• প্রণবানন্দ বিদ্যামন্দির: মোট পরীক্ষার্থী ৩৬, উত্তীর্ণ ৩৬, সর্বোচ্চ: পল্লবী নাথ (৫৩২), ৮০ শতাংশের অধিক-লাভি নাথ (৫০৫), প্রান্তর দেব (৫০০), প্রীতম পুরকায়স্থ (৪৯১)।

• নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউট: মোট পরীক্ষার্থী ২৭, উত্তীর্ণ ২৭, সর্বোচ্চ: ঋতপা দাস (৫২৩), ৮০ শতাংশের অধিক-রাহুল আলম খান (৫০৩), সৌরভ চুতিয়া (৫০১), এস সাবানা সিংহ (৪৮১)।

• বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ২০৭, উত্তীর্ণ ৮৬, সর্বোচ্চ: সুতপা ধর (৫২৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE