Advertisement
০৮ মে ২০২৪

শিলচরে তৈরি হবে মিনি সচিবালয়

শিলচরে মিনি সচিবালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। বরাক উপত্যকা ও পার্বত্য জেলার কমিশনারের অফিস শিলচরে তৈরি করা হবে। একই সঙ্গে ওই চত্বরেই তৈরি হবে বিভিন্ন সরকারি দফতরের পদস্থ আধিকারিকদের অফিস। এর ফলে বরাকের মানুষের যে কোনও প্রয়োজনে গুয়াহাটি দৌড়নোর যন্ত্রণা থেকে রেহাই মিলবে।

বৈঠকের পর। — নিজস্ব চিত্র।

বৈঠকের পর। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:৫৬
Share: Save:

শিলচরে মিনি সচিবালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। বরাক উপত্যকা ও পার্বত্য জেলার কমিশনারের অফিস শিলচরে তৈরি করা হবে। একই সঙ্গে ওই চত্বরেই তৈরি হবে বিভিন্ন সরকারি দফতরের পদস্থ আধিকারিকদের অফিস। এর ফলে বরাকের মানুষের যে কোনও প্রয়োজনে গুয়াহাটি দৌড়নোর যন্ত্রণা থেকে রেহাই মিলবে।

আজ শিলচরে এ কথা জানান রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এমজিভিকে ভানু। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বরাক বিষয়ক উপদেষ্টা গৌতম রায় শিলচরে কমিশনারেট হবে বলে জানান। কিন্তু রাজনীতিক গৌতমবাবুর কথায় নানা মহল থেকে সংশয় ব্যক্ত করা হচ্ছিল। তবে আজ ভানু এ কথা জানানোর পর সংশয় অনেকটাই কেটেছে। ভানু জানান, শুধু কমিশনারেট-ই নয়, মিনি সচিবালয় তৈরি হবে শিলচরে। জমির ব্যবস্থা হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত এগোবে।

তিনি আজ শিলচরে এসে তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে খোলামেলা জানিয়ে দেন, গেটগুলিতে অন্যায়ভাবে কোনও অর্থ আদায় চলবে না। অবৈধ উপায়ে পাথর, বালু, কাঠ যেন পাচার না হয়। বন বিভাগের কোনও জমিতে নতুন করে কোনও বসতি হয় কিনা সে দিকে কড়া নজর রাখতে হবে। আগামী বছরের ভোটের কথা উল্লেখ না করলেও সরকার যে এই সময়ে পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছে, সে কথা শুনিয়ে যান ভানু।

আজ ওই সরকারি বৈঠকে উপদেষ্টা গৌতম রায় পৌরোহিত্য করেন। ছিলেন রাজ্যের আবগারি, পরিবহণ ও ক্রীড়া মন্ত্রী অজিত সিংহ। গৌতমবাবু পরে বলেন, উন্নয়নমূলক কাজে গতি আনার জন্য তিনিই শিলচরে ভানুকে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। ভানু মুখ্যমন্ত্রীর সচিবালয়েরও প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mini Secretariat silchar police chief minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE