Mumbai is the richest city in India, 2 localities of Kolkata among most affluent dgtl
National News
বেঙ্গালুরু-পুণে-চেন্নাইকে ছাপিয়ে বড়লোক বেশি কলকাতায়
মধ্যবিত্ত নয়, শহর কলকাতা এখন ধনবতী। তিলোত্তমায় বাড়ছে বিত্তশালীদের সংখ্যা। এতটাই যে তা ছাপিয়েছে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাইয়ের মতো শহরকেও।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দেশের বিত্তশালী এলাকাগুলির মধ্যে অন্যতম কলকাতার বালিগঞ্জ ও আলিপুর।<br>
ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট ২০১৬ নামে একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছেই এই তথ্য।
০২১০
দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামে এক সংস্থা দেশের বিভিন্ন শহরে সমীক্ষা করে।<br>
সেই রিপোর্টে জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতা শহরেই রয়েছে প্রায় ২৯০০০ কোটি ডলারের সম্পদ।
০৩১০
বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাই ও গুরুগ্রামের থেকেও কলকাতায় কোটিপতিদের সংখ্যা বেশি।
০৪১০
কোটিপতিদের মোট সংখ্যা দেশের বেশ কয়েকটি শহরকে একেবারে গোহারা হারিয়েছে তিলোত্তমা।<br>
কলকাতায় রয়েছেন ৯,৬০০ জন কোটিপতি। তুলনায় হায়দরাবাদে ৯,০০০, বেঙ্গালুরুতে ৭,৭০০,<br>
পুণেতে ৪,৫০০, গুরুগ্রামে ৪,০০০ ও চেন্নাইয়ে ৬,৬০০ জন কোটিপতি রয়েছেন বলে রিপোর্টে প্রকাশ।
০৫১০
মিলিওনেয়ারদের সংখ্যা এগিয়ে থাকলেও বিলিওনেয়ার বা ধনকুবেরদের সংখ্যা কলকাতায়<br>
তুলনামূলক ভাবে কম। চেন্নাইয়ের মতোই এ শহরে রয়েছেন চার জন বিলিওনেয়ার।<br>
বেঙ্গালুরুতে রয়েছেন আট জন ধনকুবের। পাশাপাশি, হায়দরাবাদে এবং পুণেতে ধনকুবেরের<br>
সংখ্যা যথাক্রমে ছয় ও পাঁচ জন। গুরুগ্রামে মাত্র দু’জন ধনকুবেরের বাস।
০৬১০
বেঙ্গালুরু মোট সম্পদের পরিমাণও কলকাতার থেকে বেশি। কলকাতার প্রায় ২৯০০০ কোটি<br>
ডলারের সম্পদের তুলনায় বেঙ্গালুরুতে রয়েছে ৩২০০০ কোটি ডলার। অন্য দিকে,<br>
হায়দরাবাদের সম্পদের পরিমাণ ৩১০০০ কোটি ডলারের।
০৭১০
দেশের ধনীতম শহরের তকমা দখল করেছে মুম্বই।৮২০০০ কোটি ডলারের সম্পদ নিয়ে<br>
এক নম্বরে বাণিজ্যনগরী। এ শহরেই রয়েছে ৪৬০০০ জন কোটিপতি ও ২৮ জন ধনকুবেরের<br>
বসবাস। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির নাম। ৪৫০০০ কোটির সম্পদ-সহ<br>
এ শহরে বাস ২৩,০০০ মিলিওনেয়ার ও ১৮ জন বিলিওনেয়ারের।
০৮১০
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী গুজরাতের শহর সুরাত, ভদোদরা ও<br>
আমদাবাদে অতি দ্রুত হারে সম্পদের পরিমাণ বাড়ছে।
০৯১০
এ মুহূর্তে বিশ্বের ষষ্ঠতম ধনী দেশ হল ভারত। ৬২০০০০ কোটি ডলারের<br>
সম্পদ থাকায় ফ্রান্স ও কানাডার মতো দেশগুলিকেও ছাড়িয়ে গিয়েছে ভারত।
১০১০
এ দেশে রয়েছে মোট ২৬৪,০০০ জন মিলিওনেয়ার ও ৯৫ জন বিলিওনেয়ার।