জম্মু ও কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলির অর্থের জোগান বন্ধ করতে অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার সকাল থেকে উপত্যকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। হানা দেওয়া হয় কর্নাটকের বেঙ্গালুরুর একটি ঠিকানাতেও।
এনআইএ-র তরফে জানানো হয়েছে, শ্রীনগরের ৯টি এবং বান্দিপোরার একটি ঠিকানায় তল্লাশি হয়েছে। এর মধ্যে সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’-এর মালিকানা সংস্থার দফতরের পাশাপাশি কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং ট্রাস্টের কার্যালয় বা সংশ্লিষ্ট সংস্থাগুলির পরিচালকদের বাড়ি রয়েছে। অভিযানের সময় স্থানীয় পুলিশের সাহায্য নেওয়া হয়।
ওই সংস্থাগুলি নানা সামাজিক প্রকল্প ও ধর্মীয় প্রচারের কাজের নামে বিদেশ থেকে অনুদান সংগ্রহ করত। দেশের বিভিন্ন রাজ্য থেকেও তারা নিয়মতি আর্থিক সাহায্য পেত বলে এনআইএ-র দাবি। তদন্তকারী সংস্থার অভিযোগ, সেই টাকার বড় অংশ ঘুরপথে জঙ্গি সংগঠনগুলির কাছে পৌঁছে যেত।