Advertisement
২০ এপ্রিল ২০২৪
Nirmala Sitharaman

দীপাবলির আগে অর্থনীতিকে চাঙ্গা করার এক ডজন দাওয়াই

প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই দৃষ্টি দেওয়া হয়েছে কর্মসংস্থান-সহ বিভিন্ন ক্ষেত্রেও।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০৩:২৯
Share: Save:

অর্থনীতির সংজ্ঞা মেনেই ভারতে এখন আর্থিক মন্দা চলছে। ইতিহাসে এই প্রথম। রিজ়ার্ভ ব্যাঙ্ক এ কথা জানানোর পরে আশঙ্কার মেঘ কাটাতে আজ মোদী সরকার পাল্টা দাবি করল, খুব দ্রুত মন্দার কবল থেকে বেরিয়ে আসছে দেশের অর্থনীতি। মুষড়ে পড়া অর্থনীতিকে টেনে তুলতে একগুচ্ছ দাওয়াইও দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই দৃষ্টি দেওয়া হয়েছে কর্মসংস্থান-সহ বিভিন্ন ক্ষেত্রেও।

১. নতুন কর্মসংস্থানের জন্য আত্মনির্ভর ভারত রোজগার যোজনা

•লকডাউন পর্বে (১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর) যাঁদের কাজ গিয়েছে বা যাঁরা আগামী ৩০ জুনের আগে কাজে যোগ দেবেন, তাঁদের হয়ে দু’বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ১২ শতাংশ জমা করবে কেন্দ্র

•এই সুবিধা শুধু ১৫ হাজার টাকার কম বেতনের কর্মীদের জন্য

•যে সব সংস্থায় এক হাজারের কম কর্মী কাজ করেন, সেখানে সংস্থার ১২ শতাংশও কেন্দ্র দিয়ে দেবে। সরকারি হিসেবে দেশে এমন সংস্থাই ৯৯.১%

• সেপ্টেম্বরে ৫০ জন বা তার কম কর্মী থাকলে অন্তত ২ জন নতুন কর্মী নিতে হবে, ৫০-এর বেশি হলে অন্তত ৫ জন

২. জরুরি প্রয়োজনে ৩ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি প্রকল্প

• লকডাউনের ফলে চাপে পড়া ক্ষেত্র এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের জন্যও

• ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সুবিধা

৩. ১০টি শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়াতে উৎসাহ ভাতা

৪. প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এ বাড়তি ১৮ হাজার কোটি টাকা

• ১২ লক্ষ বাড়ি তৈরি হবে, ১৮ লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হবে

•৭৮ লক্ষ কর্মসংস্থান, ২৫ লক্ষ মেট্রিক টন ইস্পাত, ১৩১ লক্ষ মেট্রিক টন সিমেন্টের চাহিদা তৈরি হবে

৫. নির্মাণ ও পরিকাঠামো

• সরকারি বরাত পাওয়া সংস্থাগুলির জন্য পারফর্ম্যান্স সিকিউরিটি ৫-১০% থেকে কমিয়ে ৩%

• আগাম অর্থ জমাতেও ছাড়

৬. আবাসন

• ফ্ল্যাট বিক্রি বাড়াতে প্রোমোটার ও ক্রেতাদের জন্য আয়করে ছাড়

৭. পরিকাঠামোয় টাকা ঢালতে এনআইআইএফ বা জাতীয় পরিকাঠামো লগ্নি তহবিলে শেয়ার মারফত ৬০০০ কোটি টাকা পুঁজির জোগান

৮. সারে বাড়তি ৬৫ হাজার কোটি টাকার ভর্তুকি

• লকডাউনের মধ্যেও ভাল বর্ষার সুবাদে অনেক বেশি জমিতে চাষ হয়েছে, সারের চাহিদা বেড়েছে

৯. গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের রোজগার দিতে চালু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনায় আরও ১০ হাজার কোটি

•একশো দিনের কাজ, গ্রাম সড়ক যোজনাতেও ব্যবহার করা যাবে

১০. রফতানি বাড়াতে এক্সিম ব্যাঙ্কের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার ঋণ

• এক্সিম ব্যাঙ্ক উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেবে, ঋণের ৭৫ শতাংশ মূল্যের পণ্য ভারত থেকে আমদানির শর্তে

১১. দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পে উৎসাহ, শিল্প পরিকাঠামো, অপ্রচলিত বিদ্যুৎ ক্ষেত্রে মূলধন ও উৎসাহ দিতে ১০,২০০ কোটি টাকা

১২. কোভিডের টিকার গবেষণা ও উন্নয়নে ‘কোভিড সুরক্ষা মিশন’-এ ৯০০ কোটি টাকা

আরও পডুন: চিনকে চাপে রাখতে মোদীর অস্ত্র আসিয়ান​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Economy Scheme
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE