Advertisement
১১ মে ২০২৪

ফর্মে লিঙ্গের তৃতীয় বিকল্প কই: আদালত

প্রায় এক বছর আগে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি পরীক্ষার ফর্মে নারী-পুরুষ ছাড়া তৃতীয় কোনও বিকল্প অন্তর্ভূক্ত করা হয়নি। ইউপিএসসি কি তৃতীয় লিঙ্গভুক্তদের কোনও সুযোগ দিতেই রাজি নয়, সোমবার প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের মুক্তা গুপ্ত এবং পি এস তেজি-র ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ২০১৪ সালের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করার পরেও এই ভেদাভেদ করা হচ্ছে কী ভাবে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:২০
Share: Save:

প্রায় এক বছর আগে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি পরীক্ষার ফর্মে নারী-পুরুষ ছাড়া তৃতীয় কোনও বিকল্প অন্তর্ভূক্ত করা হয়নি। ইউপিএসসি কি তৃতীয় লিঙ্গভুক্তদের কোনও সুযোগ দিতেই রাজি নয়, সোমবার প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের মুক্তা গুপ্ত এবং পি এস তেজি-র ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ২০১৪ সালের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করার পরেও এই ভেদাভেদ করা হচ্ছে কী ভাবে? ১৭ জুনের মধ্যে ইউপিএসসি এবং ডিওপিটি (ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং)-এর কাছ থেকে এই আচরণের উত্তর চেয়েছে সুপ্রিম কোর্ট। যে পরীক্ষার ফর্ম নিয়ে এই বিতর্ক, তা জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুন। আর পরীক্ষাটি হওয়ার কথা ২৩ অগস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

column examination form Supreme Court UPSC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE