Advertisement
৩০ এপ্রিল ২০২৪

বিহার হোম তদন্তে সিবিআই চান নীতীশ

বেসরকারি হোম কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৪:০১
Share: Save:

বিরোধীদের অস্ত্রকে ভোঁতা করতেই মুজফফরপুর বেসরকারি হোম কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই ঘটনাকে যতই ঘৃণা করা যায় তা যথেষ্ট নয়। সরকার সিবিআই তদন্তের সুপরিশ করছে।’’ মঙ্গলবারই ডিজিপি জানান, সিবিআই তদন্তের কথা তাঁরা ভাবছেন না। তার দু’দিনের মাথায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদল করলেন।

দিন কয়েক আগে লোকসভায় ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান বিহারের সাংসদ দম্পতি পাপ্পু যাদব ও রঞ্জিতা রঞ্জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহও বলেন, রাজ্য সরকার সুপারিশ করলে ভেবে দেখা হবে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব নিয়ম করে প্রতিদিনই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন। তাঁর বক্তব্য ছিল, সিবিআই তদন্ত হলেই জারিজুরি ফাঁস হয়ে যাবে। রাজনীতিকদের অনেকেরই বক্তব্য, বিভিন্ন মামলায় সিবিআইয়ের নজরে রয়েছেন তেজস্বী-সহ যাদব পরিবার। অভিযোগ করছেন সিবিআইয়ের একপেশে মনোভাবের। আবার হোম কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর উপর ‘আস্থা’ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে তেজস্বী সরব হয়েছেন। তার মোকাবিলাতেই নীতীশের এই সিদ্ধান্ত।

বিরোধীরা এই ঘটনায় জড়িত ‘প্রভাবশালী’ অভিযুক্তদের ছাড় দেওয়ার অভিযোগ তুলেছে। ঘটনায় ধৃত শিশু নিরাপত্তা আধিকারিক রবি রোশনের স্ত্রী শিবা কুমারী রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মঞ্জু বর্মার স্বামী চন্দ্রেশ্বর বর্মার বিরুদ্ধে নিয়মিত ওই হোমে যাওয়ার অভিযোগ করেছেন। ঘটনায় তাঁর মদতের অভিযোগও করেছেন তিনি। চন্দ্রেশ্বরের ভূমিকা সন্দেহজনক বলেই দাবি শিবাদেবীর। চন্দ্রেশ্বরের সুপারিশেই দিলীপ বর্মাকে জেলা শিশু কল্যাণ সমিতির সভাপতি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এ দিন বিধানসভায় বিরোধী আরজেডি এবং কংগ্রেস বিধায়করা মন্ত্রী মঞ্জু বর্মাকে বরখাস্ত ও চন্দ্রেশ্বরকে গ্রেফতারের দাবিতে বিধানসভা কার্যত অচল করে দেন। পরিস্থিতি দেখে অধিবেশন স্থগিত করে দেন স্পিকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Bihar CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE