Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Supreme Court

‘প্রকাশ্য স্থানে জাত তুলে অপমানেই মামলা’

আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত ব্যক্তিকে প্রকাশ্য স্থানে জাতপাত তুলে অপমান করলে তবেই এই আইনে মামলা হতে পারে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৪:২৮
Share: Save:

তফসিলি জাতি বা জনজাতির কোনও সদস্যকে প্রকাশ্য স্থানে জাতপাত তুলে অপমান করার অভিযোগ থাকলে তবেই তফসিলি জাতি ও জনজাতি (হিংসা প্রতিরোধ) আইনে মামলা করা যেতে পারে বলে আজ এক রায়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

উত্তরাখণ্ডের বাসিন্দা হিতেশ বর্মা নামে এক ব্যক্তির সঙ্গে এক মহিলার জমি নিয়ে বিবাদ চলছে। তা নিয়ে উত্তরাখণ্ডের আদালতে মামলাও চলছে। তফসিলি জাতির সদস্য ওই মহিলা হিতেশের বিরুদ্ধে এফআইআরে অন্য অভিযোগের সঙ্গে জানান, তাঁর বাড়িতে তাঁকে উদ্দেশ করে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন হিতেশ। এই অভিযোগের প্রেক্ষিতে তফসিলি জাতি ও জনজাতি (হিংসা প্রতিরোধ) আইনে মামলা হয়।

আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত ব্যক্তিকে প্রকাশ্য স্থানে জাতপাত তুলে অপমান করলে তবেই এই আইনে মামলা হতে পারে। হিতেশের বিরুদ্ধে ওই আইনে মামলা খারিজ করেছে বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এফআইআরে থাকা অন্য অভিযোগগুলির প্রেক্ষিতে মামলা চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court SC ST Caste
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE