Advertisement
১১ মে ২০২৪
National news

অমরনাথে হামলার ঘটনায় গ্রেফতার পিডিপি বিধায়কের গাড়িচালক

পুলিশ সূত্রে খবর, তৌসিফ পুলওয়ামার বাসিন্দা। জম্মু-কাশ্মীর পুলিশই সাত মাস আগে বিধায়কের চালক হিসাবে তৌসিফকে নিযুক্ত করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ১৩:৩৯
Share: Save:

অমরনাথে পুণ্যার্থীদের উপর হামলায় জড়িত থাকার সন্দেহে পিডিপি বিধায়কের গাড়িচালককে শুক্রবার গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। ধৃতের নাম তৌসিফ আহমেদ। তিনি পিডিপি বিধায়ক আজিজ আহমেদের গাড়ির চালক। অভিযোগ, এই হামলায় তিনি জঙ্গিদের মদত দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, তৌসিফ পুলওয়ামার বাসিন্দা। জম্মু-কাশ্মীর পুলিশই সাত মাস আগে বিধায়কের চালক হিসাবে তৌসিফকে নিযুক্ত করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। জেরায় তৌসিফের কাছ থেকে অনেক গোপন তথ্যও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের আইজি মুনীর খান। তৌসিফ ছাড়াও হামলার ঘটনায় আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ত্রালে সেনার সঙ্গে গুলির লড়াই, খতম দুই জঙ্গি

সোমবার জম্মু-কাশ্মীরের বাতেঙ্গুতে অমরনাথ যাত্রীদের একটি বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এই হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। আহত হন তিন পুলিশকর্মী-সহ ১৪ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE