সময় পেলেই অরিগামি আর কাগজ পেলেই ছবি এঁকে ফেলাটা তাঁর নেশা। ভারতের প্রিয়াঙ্কা দাস রাজকাকতির আঁকা তেমনই একটি মহাকাশচিত্র এ বার চাঁদে পাড়ি দিতে চলেছে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির লুনার ল্যান্ডার মিশনের মাধ্যমে চাঁদের বুকে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী হতে চলেছে। উদ্যোক্তা ‘ইন্টারন্যাশনাল লুনার এক্সপ্লোরেশন ওয়ার্কিং গ্রুপ’ নামে একটি আন্তর্জাতিক নাগরিক মঞ্চ। তাদের ‘মুন গ্যালারি প্রজেক্ট’-এ স্থান পাচ্ছে মহাকাশ বিজ্ঞান, দ্বৈতবাদ ও বৈদিক প্রভাবকে মিলিয়ে নিয়ে প্রয়াঙ্কার আঁকা ‘বেদাদীপিকা-অ্যান ইলাস্ট্রেশন অব ডুয়ালিটি’।
প্রিয়াঙ্কা মনে করেন, তাঁরও দ্বৈত স্বত্ত্বা রয়েছে। বিজ্ঞানী ও চিত্রশিল্পী। দুই কাজেই তাঁর মন সমান আনন্দ পায়। ফরাসি সরকার শুধু প্রিয়াঙ্কাকে নাগরিকত্বই দেয়নি, দেশের ‘গার্লস অ্যান্ড সায়েন্স’ অভিযানে প্রিয়াঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে দূত হিসেবে। বিজ্ঞানের জটিল ও গম্ভীর কাজের মধ্যেও সর্বদা প্রাণোচ্ছল এই তরুণীর মতে, আগামী দিনের মহাকাশ অভিযান ও মহাকাশ সভ্যতায় সাস্কৃতিক বিকাশও গুরুত্ব পাবে। গুরুত্ব পাবে শিল্প।