Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

উদ্দেশ্য সাধু হলেও নোটবন্দি সফল হয়নি, বলে দিলেন রাজন

এক সাক্ষাৎকারে রাজন বলেছেন, ‘‘এ ব্যাপারে (নোটবন্দি) যা বলা হয়েছিল আর যা করা হয়েছে, খুব সংযত ভাবে বলতে হলে, তার উদ্দেশ্য কিন্তু সাধুই ছিল। তবে আজ এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই কোনও ভাবে বলতে পারবেন না, নোটবন্দি অভিযান অর্থনৈতিক সাফল্য পেয়েছে। এর পরেও বলব, আমি মনে করি সময়ই শেষ কথা বলে।’’

রঘুরাম রাজন।-ফাইল চিত্র।

রঘুরাম রাজন।-ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪২
Share: Save:

নোটবন্দি অভিযানের উদ্দেশ্য ভালই ছিল। কিন্তু অর্থনীতির মানদণ্ডে তা আদৌ সফল হতে পারেনি।

এমনটাই মনে করেন রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) পূর্বতন গভর্নর রঘুরাম রাজন। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজন বলেছেন, ‘‘এ ব্যাপারে (নোটবন্দি) যা বলা হয়েছিল আর যা করা হয়েছে, খুব সংযত ভাবে বলতে হলে, তার উদ্দেশ্য কিন্তু সাধুই ছিল। তবে আজ এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই কোনও ভাবে বলতে পারবেন না, নোটবন্দি অভিযান অর্থনৈতিক সাফল্য পেয়েছে। এর পরেও বলব, আমি মনে করি সময়ই শেষ কথা বলে।’’

আরও পড়ুন- এ বার ‘লকি র‌্যানসমওয়্যার’-এর হানা, কেন্দ্রের সতর্কবার্তা

আরও পড়ুন- ডোভালে দশ গোল খেয়ে জয়শঙ্করে ড্র

আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এও বলেছেন যে, তিনি খুব তড়িঘড়ি করে নোটবন্দি অভিযান শুরু করার ঝুঁকি সম্পর্কে কেন্দ্রকে আগেভাগে সতর্কও করে দিয়েছিলেন। বলেছিলেন, তাতে হিতে বিপরীত হবে। অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফলগুলি থেকে বঞ্চিত হবেন আমজনতা। নোটবন্দি অভিযানে নামাটা কতটা সঙ্গত, তা নিয়ে গত বছর ফেব্রুয়ারিতেই তাঁর মতামত জানিয়েছিলেন রাজন। আগামী সপ্তাহে প্রকাশিতব্য তাঁর লেখা বই ‘আই ডু হোয়াট আই ডু: অন রিফর্মস রেটোরিক অ্যান্ড রিজলভ’-এ সে সবের উল্লেখ রয়েছে বলে ‘টাইমস অফ ইন্ডিয়া’র রবিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বইয়ে রাজন লিখেছেন, ‘‘(নোটবন্দি অভিযানের) প্রস্তুতি পর্যাপ্ত না হলে কী কী হতে পারে, সে সম্পর্কে আরবিআইয়ের তরফে আগেভাগেই সরকারকে সতর্ক করা হয়েছিল।’’

গত নভেম্বরে অভিযান শুরুর ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কালো টাক়ার মাধ্যমে দেশে যে বিপুল পরিমাণে হিসাববহির্ভূত টাকা জমা রয়েছে, তার হালহদিশ জানতেই এই অভিযান। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, নোটবন্দি অভিযান চালানোর পর তখন বাজারে চালু ৫০০ আর ১০০০ টাকার নোটের প্রায় ৯৯ শতাংশই সরকারের হাতে ফিরে এসেছে।

এই তথ্য রাজনের বক্তব্যকে আরও জোরালো করেছে, সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE