Advertisement
১১ মে ২০২৪

ধানবাদ-চন্দ্রপুরা লাইন ঘুরপথে

ধানবাদ থেকে চন্দ্রপুরা পর্যন্ত রেললাইনের নীচে ধিকিধিকি আগুন জ্বলতে থাকায় অনেক দিন ধরেই বহু ট্রেন বন্ধ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৩:০১
Share: Save:

পুরনো পথ বাতিল করে ধানবাদ থেকে চন্দ্রপুরা পর্যন্ত নতুন এলাকা দিয়ে রেললাইন পাতা হবে। এ ব্যাপারে ৮ ডিসেম্বর এক বৈঠক ডাকা হয়েছে বলে জানান রেল বোর্ডের চেয়ারম্যান (সিআরবি) অশ্বিনী লোহিয়া। শুক্রবার সকালে রাঁচী থেকে দিল্লি ফেরার পথে তিনি বলেন, ‘‘ওই লাইনটি কী ভাবে, কোন পথে ঘোরানো হবে, আলোচনা হবে তা নিয়েই। বৈঠকে কোল ইন্ডিয়া ও রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন।’’

ধানবাদ থেকে চন্দ্রপুরা পর্যন্ত রেললাইনের নীচে ধিকিধিকি আগুন জ্বলতে থাকায় অনেক দিন ধরেই বহু ট্রেন বন্ধ রয়েছে। আগুনে পোড়া শুকনো ঝুরঝুরে মাটির উপর দিয়ে ট্রেন চালাতে গেলে যে-কোনও মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই নিয়ে চরম সতর্কতা জারি করেছিলেন ডিরেক্টর জেনারেল অব মাইনিং সেফটি (ডিজিএমএস)-ও।

যাত্রী-নিরাপত্তার কথা ভেবে ওই লাইনে ট্রেন পুরোপুরি বন্ধ করে দিয়েছিল রেল। পরে যাত্রীদের দুর্ভোগ কমাতে গতি কমিয়ে কয়েকটি ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনের অভাবে যাত্রীদের দুর্ভোগ বাড়ায় এ বার ওই ৩৭ কিলোমিটার রেলপথ অন্য এলাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক কাজ শুরু হচ্ছে।

এর আগে দু’বার বিশেষজ্ঞদের দিয়ে ওই লাইনে সমীক্ষা চালানো হয়েছে। সকলেই ওই এলাকা থেকে লাইন সরানোর কথা বলেছিল। কিন্তু বিপুল খরচের জন্যই এত দিন লাইন সরিয়ে নেওয়া হয়নি। এ বার সেই কাজ করার প্রস্তুতি চলছে।

রেল বোর্ডের চেয়ারম্যান বুধবার বেশি রাতে কলকাতায় পৌঁছন। বিমান থেকে নেমে তিনি সোজা যান হাওড়া স্টেশনে। মাঝরাতেই রাঁচী রওনা হয়ে যান। পূর্ব রেলের খবর, চেয়ারম্যান হাওড়া স্টেশনে ফুডপ্লাজা পরিদর্শন করেন। স্টেশন-চত্বরেই কথা বলেন রেলকর্তাদের সঙ্গে। পরিষেবা নিয়ে বেশ কিছু নির্দেশ দিলেও সময়ে ট্রেন চালানোর ব্যাপারে তিনি বিশেষ কিছু বলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail Tracks Indian Railways Dhanbad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE