কেন্দ্র থেকে চাপ এলেও ইস্তফা দেবেন না বলে জানালেন অরুণাচলপ্রদেশের রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া।
গত বছর ডিসেম্বরে তিনি স্পিকার বা রাজ্য সরকারের কথা না শুনে বিধানসভা অধিবেশন এগিয়ে আনেন। সেখানে কংগ্রেসের ২১ জন বিদ্রোহী বিধায়ক, বিজেপির ১১ জন বিধায়ক ও দুই নির্দল বিধায়ক মিলে স্পিকার নাবাম রিবিয়াকে অপসারণ করেন এবং কংগ্রেসের নেতৃত্ব থেকে তদানীন্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে সরিয়ে কালিখো পুলকে নতুন নেতা নির্বাচিত করা হয়। পরে রাষ্ট্রপতি শাসনের পর্ব পার করে পুল মুখ্যমন্ত্রী হন। কিন্তু গত মাসে সুপ্রিম কোর্ট রাজ্যপালের নির্দেশে ডাকা বিধানসভা অধিবেশন বেআইনি বলে ঘোষণা করে আগের অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেয়। রাজ্যে কংগ্রেস ফের ক্ষমতায় ফেরে। সেই সময় অসুস্থতার জন্য লম্বা ছুটিতে ছিলেন রাজখোয়া। সম্প্রতি তিনি ফিরেছেন।
রাজভবন সূত্রে খবর, কেন্দ্রের তরফে এক প্রতিমন্ত্রী ও রাজ্যের এক মন্ত্রী রাজখোয়াকে ইস্তফা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু রাজখোয়া জানিয়েছেন ইচ্ছা হলে রাষ্ট্রপতি তাঁকে সরাতে পারেন। কিন্তু তিনি কোনও ভুল করেননি, ইস্তফাও দেবেন না।