Advertisement
১১ মে ২০২৪

সীমান্ত পরিদর্শন

অসমের ধুবুরি জেলায় ভারত-বাংলাদেশ স্থল এবং নদী সীমান্ত পরিদর্শন করে গেলেন সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের আইনজীবী উপমন্যু হাজারির নেতৃত্বে ওয়ান ম্যান কমিশন গঠন করে সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব সংবাদদাতা
ধুবুরি শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:৫৫
Share: Save:

অসমের ধুবুরি জেলায় ভারত-বাংলাদেশ স্থল এবং নদী সীমান্ত পরিদর্শন করে গেলেন সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের আইনজীবী উপমন্যু হাজারির নেতৃত্বে ওয়ান ম্যান কমিশন গঠন করে সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার বিকেলে প্রথমে ধুবুরির পানবাড়ি বিএসএফ দফতরে যান প্রতিনিধিরা। সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করেন তাঁরা। এর পরেই বিএসএফের অফিসারদের নিয়ে সীমান্তের রামরইকুটি থেকে বিন্যাছড়া পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। সীমান্তের কাঁটাতারের বেড়া এবং নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেন। মঙ্গলবার সকালে বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গে অসম-বাংলাদেশ নদী সীমান্ত পরিদর্শন করেন। বিএসএফের স্পিডবোটে করে তাঁরা ঘিউমারি, ঘুগুমারি, ভোগডহর, মহামায়াচর, মন্ত্রীরচর, চৌকীচর, পুরান দেওয়ানের আলগা, শিশুমারা সীমান্ত চৌকি ঘুরে দেখে মানকাচর সীমান্তে যান। সেখানে স্থল সীমান্ত ঘুরে দেখে মেঘালয়ের তুরার উদ্দেশ্যে রওনা হন।

উপমন্যু হাজারিকা বলেন, লিখিত রিপোর্ট ৩০ জুনের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে।’’ সম্প্রতি একটি বেসরকারি সংগঠন অসমে অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। গত ১৩ মে ওই মামলার শুনানির সময়ে অনুপ্রবেশ রোধের ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্ট ওই কমিশন গঠন করে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। ধুবুরি জেলার ১৩৪ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৫ কিলোমিটার নদী সীমান্ত। এছাড়াও সীমান্তের বহু এলাকায় কাঁটাতারের বেড়া নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india bangladesh border supreme court assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE