Advertisement
০৯ মে ২০২৪

চা বাগানের রক্ষীকে মার, উত্তাল লালা

চা বাগানে গরু চড়ানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হল হাইলাকান্দির কৈয়া চা বাগানে। গত কাল চা বাগানের কাচারি এলাকায় কয়েক জন লোক গরু চড়াতে নিয়ে গিয়েছিল। গরুগুলি চা গাছ নষ্ট করছে বলে অভিযোগ তোলেন বাগানের চৌকিদার। এ নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। তখনই বহিরাগত লোকরা বাগানের নিরাপত্তাকর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩৭
Share: Save:

চা বাগানে গরু চড়ানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হল হাইলাকান্দির কৈয়া চা বাগানে। গত কাল চা বাগানের কাচারি এলাকায় কয়েক জন লোক গরু চড়াতে নিয়ে গিয়েছিল। গরুগুলি চা গাছ নষ্ট করছে বলে অভিযোগ তোলেন বাগানের চৌকিদার। এ নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। তখনই বহিরাগত লোকরা বাগানের নিরাপত্তাকর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরে জখম হন কানাই কুর্মী। চা বাগানের শ্রমিকরা তাঁকে উদ্ধার করে লালা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাগানের চৌকিদারকে মারপিটের ঘটনায় আজ উত্তাল হয়ে ওঠে লালা থানার কৈয়া চা বাগান। শ্রমিকরা বাগানের কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানান। হাজার খানেক চা শ্রমিক বাগানে জমায়েত হয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি তোলেন। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে শ্রমিক বিক্ষোভ শেষ হয়।

এ দিকে বাগান পঞ্চায়েতের সম্পাদক রাজকিশোর কৈরী বলেন, ‘‘অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা না হলে বাগান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’’

নদীতে পড়ে নিখোঁজ ছাত্রী। জলে ডুবে নিখোঁজ হল চতুর্থ শ্রেণির ছাত্রী জেসমিনা বেগমের। তার বাড়ি করিমগঞ্জ শহরতলির জাহানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে ফিরে বাড়ির পাশে বয়ে চলা লঙ্গাই নদীতে পা ধুতে গিয়ে জলে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই বর্ষার জলভরা নদীতে তলিয়ে যায় জেসমিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Security guard villager tea garden hailakandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE