Advertisement
০৬ মে ২০২৪
National News

মেরা পাস মা হ্যায়! দিওয়ারের মা এ বার ‘স্বচ্ছ ভারত’ প্রচারেও

১৯৭৫ সালে মুক্তি পায় যশ চোপড়ার পরিচালিত ‘দিওয়ার’। এ ছবির একাধিক ধামাকা সংলাপ ভারতীয় চলচ্চিত্রের অসংখ্য অনুরাগীদের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়। সে বছর একাধিক পুরস্কার জিতেছিল অমিতাভ বচ্চন, শশী কপূর, নিরূপা রায় অভিনীত এই ছবিটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ১৮:২৪
Share: Save:

১৯৭৫ সালে মুক্তি পায় যশ চোপড়ার পরিচালিত ‘দিওয়ার’। এ ছবির একাধিক ধামাকা সংলাপ ভারতীয় চলচ্চিত্রের অসংখ্য অনুরাগীদের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়। সে বছর একাধিক পুরস্কার জিতেছিল অমিতাভ বচ্চন, শশী কপূর, নিরূপা রায় অভিনীত এই ছবিটি।

বড় ছেলে বিজয় (অমিতাভ বচ্চন) আর ছোট ছেলে রবির (শশী কপূর) মধ্যে মা কার কাছে থাকবে তা নিয়ে একটা টানটান উত্তেজনাময় দৃশ্য ছিল। মনে আছে তো! আর মা কী সিদ্ধান্ত নিয়েছিলেন এটাও নিশ্চয়ই মনে আছে! মনে নেই? তাহলে আর একবার দেখে নিন ছবিটা। কিন্তু এ বার মা সাফ জানিয়ে দিচ্ছেন, ‘‘জো পহলে শৌচালয় বানায়েগা ম্যায় উসকে সাথ রহুঙ্গি।’’ অর্থাত্, যে আগে বাড়িতে শৌচালয় বানাবে তিনি তার সঙ্গেই থাকবেন।

চমকে গেলেন বুঝি! এই সংলাপ যশ চোপড়ার ‘দিওয়ার’-এ ছিল না। এই সংলাপ যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ প্রচারের একটি হোর্ডিংয়ে। মজার এই ‘স্বচ্ছ ভারত’ প্রচারকে অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

‘স্বচ্ছ ভারত’ প্রচারের এই হোর্ডিং-এর ছবি টুইট করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এক যুবক। উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, “হাহা! সিনেমা থেকে ধার করে নেওয়া লাইনও পরিচ্ছন্নতার উপর জোর দিতে পেরেছে। উদ্ভাবনশীল।”

আরও পড়ুন: রেস্তোরাঁর প্লেটেও কি মোদীর রেশন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swachh Bharat Abhiyan Deewar Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE