Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আরএসএস ঠেকাতে দল লালুর ছেলের

আরএসএস-কে রুখতে বিহারে সংগঠন গড়লেন লালুপ্রসাদের বড় ছেলে। নাম দিলেন ‘ধর্মনিরপেক্ষ সেবক সঙ্ঘ’। সংক্ষেপে, ডিএসএস।রবিবার পটনায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব ওই সংগঠনের কথা ঘোষণা করেন। পরে সারা শহর ঘোরেন রথে।

সওয়ারি: রথে তেজপ্রতাপ। রবিবার পটনায়। নিজস্ব চিত্র

সওয়ারি: রথে তেজপ্রতাপ। রবিবার পটনায়। নিজস্ব চিত্র

দিবাকর রায়
পটনা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৪:০৬
Share: Save:

আরএসএস-কে রুখতে বিহারে সংগঠন গড়লেন লালুপ্রসাদের বড় ছেলে। নাম দিলেন ‘ধর্মনিরপেক্ষ সেবক সঙ্ঘ’। সংক্ষেপে, ডিএসএস।

রবিবার পটনায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব ওই সংগঠনের কথা ঘোষণা করেন। পরে সারা শহর ঘোরেন রথে। তেজপ্রতাপ বলেন, ‘‘আমাদের লক্ষ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা।’’ এ দিন সকাল থেকেই তেজপ্রতাপের সরকারি বাসভবনে ছিল ব্যস্ততা। রথে চেপে শহর ঘোরেন তেজপ্রতাপ। সঙ্গে ছিল অনুগামীদের মোটরসাইকেল, গাড়ির কনভয়। তেজপ্রতাপ জানিয়ে দেন, তাঁদের সংগঠনে সব ধর্মের লোক সামিল থাকবেন। তাঁর মন্তব্য, ‘‘আরএসএস অসহিষ্ণুতা ছড়াচ্ছে। দেশ এবং সমাজ ভেঙে দেওয়ার কাজ করছে। আমরা তা হতে দেব না।’’ তিনি জানিয়ে দেন, রাষ্ট্রীয় স্তরেও সংগঠন গড়বে ডিএসএস। কোথায়, কেমন ভাবে সংগঠন কাজ করবে সেই প্রশ্নে তেজপ্রতাপ বলেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায় দোস্ত। দেখতে থাকুন, বুঝতে পারবেন।’’

সম্প্রতি বিহারের পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া ও কিষাণগঞ্জে সংগঠন তৈরির কথা জানিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘হিন্দু যুবা বাহিনী’। গোটা বিহারে এক বছরে সংগঠনের শাখা ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। তেজপ্রতাপের ‘ডিএসএস’ নিয়ে রাজ্য-রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে। অনেকের বক্তব্য— পরিবারের ভিতরেও লালুপ্রসাদের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে এই সংগঠন তেজপ্রতাপকে সাহায্য করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tej Pratap Yadav DSS RSS Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE