নোট বাতিলের গেরোয় পড়ে দেশবাসী উদ্ভ্রান্তের মতো এক এটিএম থেকে অন্য এটিএমে দৌড়ে বেড়াচ্ছে। কোথাও টাকা মিলছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, আবার কোথাও অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে মানুষকে। ৮ নভেম্বরের পর থেকে দেশবাসীর যেন একটাই ‘লক্ষ্য’ হয়ে দাঁড়িয়েছে সকাল সকাল এটিএমের সামনে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানো। দেশবাসীর এই সঙ্কটময় পরিস্থিতিতে সাহায্য করতে এগিয়ে এসেছে কয়েকটি অ্যাপ প্রস্তুতকারী সংস্থা এবং ওয়েবসাইট।
কী ভাবে সাহায্য করছে এই সংস্থাগুলো?
প্রথমেই আসা যাক এ রকমই একটি ওয়েবসাইটের কথায়। ওয়েবাসাইটির নাম www.cashnocash.com। এই ওয়েবসাইট প্রস্তুতকারী সংস্থার দাবি, তাদের ওয়েবসাইটে লগ ইন করে এরিয়া কোড দিলেই বলে দেবে কোন এটিএমে টাকা আছে, কোন এটিএমে নেই। আবার কোন এটিএমে বিশাল লাইন, কোন এটিএমে গেলে অপেক্ষা না করেই টাকা পাওয়া যাবে।